রাজিব হোসেন, মধুখালী প্রতিনিধি :
বাংলাদেশ হাইফ্লাইয়ার পিজিয়ন এসোসিয়েশন কর্তৃক আয়োজিত সমগ্র বাংলাদেশে ৭ মাস ব্যাপী সমষ্টিগত নক আউট পায়রা উড়ানো প্রতিযোগিতায় ২০২৫ ইং ৬ষ্ঠ তম আসরে চ্যাম্পিয়ন হয়েছেন ফরিদপুরের কামরুল হাসান জনি।
মোহাম্মদ কামরুল হাসান জনি ফরিদপুর জেলার মধুখালী উপজেলার বনমালীদিয়া গ্রামের মৃত আব্দুল আউয়াল বেণু মিয়ার ছেলে।
শুক্রবার (১৬ জানুয়ারি) পুরস্কার বিতরণী জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানটি আয়োজিত হয় খুলনা প্রেসক্লাবের শহীদ শেখ নাসের ব্যাংকুয়েট হলে।
বাংলাদেশ হাইফ্লাইয়ার পিজিয়ন এসোসিয়েশনের সভাপতি এস এম শামসুর আরিফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন, টাঙ্গাইল পিটিসি পুলিশ সুপার মোঃ ইমামুর রশিদ।
এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট জন। উপস্থিত ছিলেন সারা বাংলাদেশ থেকে আগত কবুতর প্রেমি ও কবুতর খামারি গণ।
এর আগে একাধিক মাস ব্যাপী প্রতিযোগিতায় সারা বাংলাদেশের কবুতর প্রেমীরা উন্নত জাতের হাই ফ্লাই কবুতর উরিয়ে অংশগ্রহণ করে। যে ব্যক্তি তার কবুতর সর্বোচ্চ ঘন্টা আকাশে উড়তে পারবে, তাকেই বিজয়ী বলে ঘোষণা করা হয়। এতে কামরুল হাসান জনির রেজাল্ট ৩০ ঘন্টা ৫৩ মিনিট।
হাইফ্লাইয়ার পিজিয়ন এসোসিয়েশন কর্তৃক একটি বিচারক টিম গঠন করা হয় এবং তারা এটি সার্বক্ষণিক মনিটরিং করে বিচার কাজ সম্পন্ন করেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি চ্যাম্পিয়ন কামরুল হাসান জনির হাতে বিজয় ট্রফি ও প্রাইস মানি তুলে দেন।
জনির এই সফলতায় তার বন্ধু ও শুভাকাঙ্ক্ষী এবং কবুতর পালনকারী ব্যক্তিরা তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
প্রকাশক ও সম্পাদক : মোহাম্মাদ নিজাম তালুকদার, উপদেষ্টা সম্পাদক : মোঃ ইমদাদ তালুকদার।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: হাউজ নং-৩৭, ব্লক- j, ইষ্টাণ হাউজিং, মিরপুর -১২, ঢাকা। মোবাইল : ০১৮২৮-১৩৭১৭১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত