জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ী:
‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ এই প্রতিপাদ্যে রাজবাড়ীর গোয়ালন্দে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ (১৮-২৪ আগস্ট) উদযাপন শুরু হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয়ে ঢাকা-খুলনা মহাসড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম পাইলট এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সৈয়দ রায়হানুল হায়দার, গোয়ালন্দ ঘাট থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশিদুল ইসলাম, দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ ত্রিনাথ কুমার এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, পরিকল্পিত উপায়ে মাছ চাষ করলে দেশে মাছের উৎপাদন বাড়ানো সম্ভব। একই সঙ্গে তারা জেলেদের বাঘাড় মাছ ধরা ও বিক্রি থেকে বিরত থাকার আহ্বান জানান।
পরে উপজেলায় মাছ চাষে বিশেষ অবদান রাখায় মো. ফারুক দেওয়ান, ঝন্টু কুমার দাশ এবং মোছা. জেসমিন-সহ তিনজন উদ্যোক্তাকে সম্মাননা হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়।
প্রকাশক ও সম্পাদক : মোহাম্মাদ নিজাম তালুকদার, উপদেষ্টা সম্পাদক : মোঃ ইমদাদ তালুকদার।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: হাউজ নং-৩৭, ব্লক- j, ইষ্টাণ হাউজিং, মিরপুর -১২, ঢাকা। মোবাইল : ০১৮২৮-১৩৭১৭১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত