জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ী:
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা শাখার নবগঠিত কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। এর আগে গত বছরের ১০ নভেম্বর রাজবাড়ী জেলা কৃষক দলের আহ্বায়ক মো. আইয়ুবুর রহমান (আয়ুব) ও ১নং যুগ্ম আহ্বায়ক শাহ মোহাম্মদ আলমগীরের স্বাক্ষরে গোয়ালন্দ উপজেলা কৃষক দলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে গোয়ালন্দ উপজেলা বিএনপির কার্যালয়ে উপজেলা কৃষক দলের আয়োজনে এ পরিচিত সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা কৃষক দলের সভাপতি মো. আবু বক্কার সিদ্দিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা কৃষক দলের আহ্বায়ক মো. আইয়ুবুর রহমান (আয়ুব)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহ মো. আলমগীর, গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নূর ইসলাম মুন্নু মোল্লা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. নাজিরুল ইসলাম তিতাস, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আইয়ুব আলী খান, পৌর বিএনপির সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাহবুব আলম শাহীন, উপজেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি মো. ইয়াকুব আলী মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন তোফা, উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল হাসান মিঠু, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মোক্তার হোসেনসহ উপজেলা কৃষক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সভায় বক্তারা বলেন, কৃষকদল দেশের কৃষক সমাজের অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আগামী দিনে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে নবগঠিত কমিটিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এ সময় বক্তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত রাজবাড়ী-১ আসনের ধানের শীষের প্রার্থী, সাবেক সংসদ সদস্য, সাবেক জেলা বিএনপির সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়মকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত করার আহ্বান জানান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. শরিফুল ইসলাম সিরাজ ও মো. মান্নান শেখ।
পরিচিত সভার শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন উপজেলা কৃষক দলের সহ-সভাপতি মো. ছালাম মোল্লা।
প্রকাশক ও সম্পাদক : মোহাম্মাদ নিজাম তালুকদার, উপদেষ্টা সম্পাদক : মোঃ ইমদাদ তালুকদার।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: হাউজ নং-৩৭, ব্লক- j, ইষ্টাণ হাউজিং, মিরপুর -১২, ঢাকা। মোবাইল : ০১৮২৮-১৩৭১৭১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত