জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ী:
রাজবাড়ীর গোয়ালন্দে চাঞ্চল্যকর লিপি হত্যা মামলার আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। এ নিয়ে এ মামলায় মোট তিনজনকে গ্রেপ্তার করা হলো।
গ্রেপ্তারকৃত আসামি হলেন উত্তর দৌলতদিয়া সাহাজুদ্দিন বেপারী পাড়া (নতুনপাড়া) এলাকার কুব্বাত শেখের ছেলে মো. আমিরুল শেখ (৩৪)। বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত পৌনে ১টার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে গত ১২ আগস্ট রাতে অভিযান চালিয়ে দেবগ্রাম মুন্সিপাড়ার জলিল মোল্লার ছেলে সাইফুল মোল্লা (২৮) ও তার স্ত্রী আঙ্গুরী বেগম (২৫) কে গ্রেপ্তার করে পুলিশ।
গোয়ালন্দ ঘাট থানার মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. জুয়েল মিয়া সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে আমিরুল শেখকে গ্রেপ্তার করেন। বিষয়টি নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিকে বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ীর আদালতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, গত ১০ আগস্ট সকালে গোয়ালন্দ উপজেলার চর বালিয়াকান্দি গ্রামে নিজ শয়নকক্ষ থেকে চাঁদনী আক্তার ওরফে লিপির মরদেহ উদ্ধার করে পুলিশ। পরিবারের অভিযোগ, মৃত্যুর আগের দিন তিনি ব্যাংক থেকে এক লাখ টাকা তুলেছিলেন এবং তার ঘর থেকে তিনটি দামি মোবাইল ফোন ও স্বর্ণালংকার খোয়া গেছে। এ ঘটনায় ওইদিনই গোয়ালন্দ ঘাট থানায় হত্যা মামলা দায়ের হয়।
প্রকাশক ও সম্পাদক : মোহাম্মাদ নিজাম তালুকদার, উপদেষ্টা সম্পাদক : মোঃ ইমদাদ তালুকদার।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: হাউজ নং-৩৭, ব্লক- j, ইষ্টাণ হাউজিং, মিরপুর -১২, ঢাকা। মোবাইল : ০১৮২৮-১৩৭১৭১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত