নাটোরের বাগাতিপাড়ায় প্রতিবন্ধী ভাতার টাকা নিয়ে বিরোধকে কেন্দ্র করে নিজের ভাইয়ের হাতে নৃশংসভাবে নির্যাতনের শিকার হয়েছেন মৌসুমী বেগম (২৫)।বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার পাঁকা ইউনিয়নের লোকমানপুর মালিগাছা নিমতলা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়,প্রতিবন্ধী ভাতার টাকা পাওয়ার পরই মৌসুমীর ভাই মাহাবুর তার কাছে টাকা দাবি করে।টাকা দিতে অস্বীকৃতি জানালে মাহাবুর বোনকে নির্মমভাবে মারধর করে।এ সময় নির্যাতনের ফলে মৌসুমীর নাক-মুখ দিয়ে রক্ত বের হয় এবং তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
এলাকাবাসী জানান,প্রতিবন্ধী ভাতার টাকার জন্য মৌসুমীকে প্রায়ই নির্যাতন করে তার ভাই।ঘটনার পর স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে দোষীর শাস্তি দাবি করেছেন।
এ বিষয়ে জানতে একাধিকবার মাহাবুরের মোবাইলে যোগাযোগ করা হলেও তিনি কোনো সাড়া দেননি।
এলাকাবাসীর দাবি,এ ধরনের অমানবিক ঘটনার দ্রুত বিচার এবং প্রতিবন্ধী মৌসুমীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন।
প্রকাশক ও সম্পাদক : মোহাম্মাদ নিজাম তালুকদার, উপদেষ্টা সম্পাদক : মোঃ ইমদাদ তালুকদার।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: হাউজ নং-৩৭, ব্লক- j, ইষ্টাণ হাউজিং, মিরপুর -১২, ঢাকা। মোবাইল : ০১৮২৮-১৩৭১৭১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত