সিরাজুল ইসলাম ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :
সারাদেশের ন্যায় ঠাকুরগাঁও জেলায় বাংলাদেশ ক্ষুদ্র নৃ- গোষ্ঠী ফেডারেশন ঠাকুরগাঁও জেলা শাখার উদ্যোগে শনিবার ( ৯ আগষ্ট) আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন করা হয়েছে।
ক্ষুদ্র নৃগোষ্ঠী (ওরাওঁ) সম্প্রদায়ের ছাত্র- ছাত্রী সহ আদিবাসী নেতাকর্মীরা সবাই মিলে নিজস্ব কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের শহরের প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ করে সদরের চৌরাস্তা মোড়ে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে বাংলাদেশ ক্ষুদ্র নৃ- গোষ্ঠী ঠাকুরগাঁও জেলা শাখার (বিকেএনএফ) জিতেন তির্কী সভাপতিত্বে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন, বেনেটিস কুজুর,সহ বাংলাদেশ ক্ষুদ্র নৃগোষ্ঠী ফেডারেশন ঠাকুরগাঁও জেলার শাখার আদিবাসী নেতাকর্মীরা এই সময় উপস্থিত ছিলেন।
অন্যদিকে জেলার রাণীশংকৈল উপজেলায় বেসরকারি সংস্থা ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) থ্রাইভ প্রকল্প এবং হেক্ স ইপারের সহযোগিতায় ক্ষুদ্র নৃগোষ্ঠী (সাঁওতাল) সম্প্রদায়ের যৌথ আয়োজনে ৩ নং হোসেনগাঁও ইউনিয়নে রাউতনগর আদিবাসী পাড়ায় উওরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্পের মাঠে র্যালী আলোচনা সভাসহ ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা হয়।
৯ আগষ্ট আন্তর্জাতিক আদিবাসী দিবসে আদিবাসী বক্তরা সরকারের কাছে দাবি তুলেন ধরেন, আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। এবং সমতলের আদিবাসীদের জন্য আলাদাভাবে ভূমিশন গঠন করতে হবে। আদিবাসী উপর করা মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবি জানান।
আদিবাসী দিবস প্রতি বছর ৯ আগস্ট পালন করা হয়। বিশ্বজুড়ে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার রক্ষার জন্য এই বিশেষ দিনটি পালন করা হয়ে থাকে। আদিবাসী সম্প্রদায়ের অবদান ও অর্জনকে স্বীকৃতি দিতে
এই দিবসটি পালনের সিদ্ধান্ত নেয় জাতিসংঘ।
প্রতি বছর দিবসটি পালন করার জন্য একটি প্রতিপাদ্য বিষয় বেছে নেয় জাতিসংঘ। এ বছর আন্তর্জাতিক আদিবাসী দিবসের প্রতিপাদ্য বিষয় হলো "আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠাতা ও ভবিষ্যৎ গঠনে কৃত্রিম বুদ্ধিমত্তার সার্থক প্রয়োগ। এটি নিজেদের ঐতিহ্য ও সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আদিবাসী সম্প্রদায়ের নারীরা যে ভূমিকা পালন করেন, তার ওপর জোর দেয়।
১৯৮২ সালের ৯ আগস্ট জেনেভায় জাতিসংঘের বৈঠকের পর জাতিসংঘ কর্তৃক আদিবাসী জনসংখ্যা সংক্রান্ত প্রথম ওয়ার্কিং গ্রুপ গঠিত হয়। বৈঠকে জাতিসংঘের সংস্থাকে আদিবাসীদের অধিকার সংক্রান্ত ঘোষণাপত্রের খসড়া তৈরির দায়িত্ব দেয়া হয়। জাতিসংঘের তথ্যমতে, বিশ্বের ৭০টি দেশে ৩০ কোটি আদিবাসী বাস করে, যাদের অধিকাংশই অধিকারবঞ্চিত। অনেক দেশে আদিবাসীরা স্বীকৃতিই পায়নি। কোনো দেশে উপজাতি, কোনো দেশে ক্ষুদ্র নৃগোষ্ঠী বলে তাদের অভিহিত করা হয়।
প্রকাশক ও সম্পাদক : মোহাম্মাদ নিজাম তালুকদার, উপদেষ্টা সম্পাদক : মোঃ ইমদাদ তালুকদার।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: হাউজ নং-৩৭, ব্লক- j, ইষ্টাণ হাউজিং, মিরপুর -১২, ঢাকা। মোবাইল : ০১৮২৮-১৩৭১৭১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত