বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু বলেছেন, নির্বাচন নিয়ে দেশ এবং দেশের বাইরে বিভিন্ন ষড়যন্ত্র চলছে।
মঙ্গলবার (১২ আগস্ট) বিকেল সোয়া ৬টার দিকে নাটোরের বাগাতিপাড়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন, আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের জন্য তার কিছু বার্তা নিয়ে আমি এখানে এসেছি।তারেক রহমানের সফল নেতৃত্বে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচনের একটি সম্ভাবনা দেখা দিয়েছে।সেই নির্বাচন নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র চলছে।সেই ষড়যন্ত্রকে আমরা জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে মোকাবেলা করতে হবে। যেমনভাবে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে বাংলাদেশের স্বাধীনতা এনেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন।ঠিক একইভাবে দেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।তারেক রহমান বাংলাদেশে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মানুষের ভাগ্য উন্নয়ন,বেকার সমস্যার সমাধান এবং শিল্প বিপ্লবের মাধ্যমে উন্নত দেশ গড়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না।আগামী বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান।
সমাবেশকে ঘিরে এদিন বিকেল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে উপস্থিত হতে থাকেন দলের নেতাকর্মীরা। একসময় সমাবেশস্থল জনসমুদ্রে পরিণত হয়।অনেক মানুষ বিদ্যালয় ভবনের ছাদে উঠে যান।
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম মোস্তফা নয়ন। এবং পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শামীম সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র শরিফুল ইসলাম লেলিন,সাবেক যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দীন,সাবেক ছাত্রনেতা কামরুল ইসলাম, হানিফুর রহমান প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক : মোহাম্মাদ নিজাম তালুকদার, উপদেষ্টা সম্পাদক : মোঃ ইমদাদ তালুকদার।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: হাউজ নং-৩৭, ব্লক- j, ইষ্টাণ হাউজিং, মিরপুর -১২, ঢাকা। মোবাইল : ০১৮২৮-১৩৭১৭১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত