ফরিদপুর সদর উপজেলার চাঁদপুর ইউনিয়ন চৈতুল গ্রামে পূর্ব শত্রুতার জেরে এক বৃদ্ধ কৃষক ও তাহার স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে ১০শে আগস্ট ২০২৫ রবিবার আনুমানিক বিকাল ৫টার দিকে।
আহত ব্যক্তিদের নাম নজীর শেখ (৬৫)ও তাহার সহধর্মিনী মমতাজ বেগম (৫০) তাহারা বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, জমি নিয়ে দীর্ঘদিন ধরে পূর্বের সূত্রপাত ছিলো বর্তমান ওয়াইফাই লাইন চালানোকে কেন্দ্র করে প্রতিবেশী নাইম গাজী (১৮)এবং তাহার ভাই সেলিম গাজী (২৫) উভয়ের পিতা নুরুল ইসলাম গাজী এর সাথে বৃদ্ধ কৃষকের বিরোধ চলছিল। সোমবার বিকালে বৃদ্ধ কৃষক মাঠ থেকে বাড়ি ফেরার পথে অভিযুক্তরা নজীর সেখ ও তাহার স্ত্রী কে হত্যা করার উদ্দেশ্যে হামলা চালিয়ে হাতুড়ি দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে।
এসময় তাহাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাদের কে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তাহারা বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রকাশক ও সম্পাদক : মোহাম্মাদ নিজাম তালুকদার, উপদেষ্টা সম্পাদক : মোঃ ইমদাদ তালুকদার।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: হাউজ নং-৩৭, ব্লক- j, ইষ্টাণ হাউজিং, মিরপুর -১২, ঢাকা। মোবাইল : ০১৮২৮-১৩৭১৭১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত