আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-২ ( সালথা- নগরকান্দা) আসনে বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হিসেবে ডাব প্রতীক নিয়ে লড়বেন অ্যাডভোকেট মো. নাজমুল হাসান। তিনি ফরিদপুর জেলা কংগ্রেসের বর্তমান ভারপ্রাপ্ত আহ্বায়ক এবং দীর্ঘদিন ধরে রাজনীতির সাথে সম্পৃক্ত।
মো. নাজমুল হাসান সালথা উপজেলার বিভাগদী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিভাগদী উচ্চ বিদ্যালয় ও কাদীরদি কলেজ থেকে পড়াশোনা শেষ করে সাউথইস্ট ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে এল.এল.বি (অনার্স) ও এল.এল.এম (মাস্টার্স) ডিগ্রি অর্জন করেন।
২০১৮ সালে জজ কোর্টে আইনজীবী হিসেবে বার কাউন্সিলের সনদ লাভ করেন এবং সম্প্রতি ২০২৫ সালে বাংলাদেশ সুপ্রিম কোর্টে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন। বর্তমানে তিনি ফরিদপুর জজ কোর্ট ও বাংলাদেশ সুপ্রিম কোর্টে আইন পেশায় কর্মরত আছেন।
২০১৯ সাল থেকে বাংলাদেশ কংগ্রেসের সাথে যুক্ত হয়ে সক্রিয়ভাবে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে আসছেন তিনি। দলের মনোনয়নে ফরিদপুর-২ আসনে ডাব প্রতীকে প্রার্থী হয়ে তিনি জনগণের সমর্থন কামনা করছেন।
প্রকাশক ও সম্পাদক : মোহাম্মাদ নিজাম তালুকদার, উপদেষ্টা সম্পাদক : মোঃ ইমদাদ তালুকদার।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: হাউজ নং-৩৭, ব্লক- j, ইষ্টাণ হাউজিং, মিরপুর -১২, ঢাকা। মোবাইল : ০১৮২৮-১৩৭১৭১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত