অনুভবে তুমি
✍️ ফারহানা রহমান মনি
তুমি বুঝেও কেমনে দুরে থাকো,
তোমার আমার কাছে আসতে ইচ্ছে করে না?
আমার সাথে কথা বলতে ইচ্ছে করেনা?
আমার চোখের দিকে তাকাতে,
হাত ধরতে,
একসাথে হাঁটতে ইচ্ছে করে না?????
তোমার ইচ্ছে করে না,
আমারে ভালোবাসতে?
তুমি চুপ করে থাকো কেমনে?
কেমনে পারো আমারে দেখেও অবহেলা করতে?
আমি তোমার নীরবতা বুঝি,
তোমার চুপচাপ থাকার আকুলতা বুঝি,
তোমারে বুঝি বলেই,
তোমারে বিরক্ত না করে অপেক্ষা করি।
আমি যেদিন নীরবে ঝড়ে যাবো,
সেদিন তুমি বিবেকের দংশনে জর্জরিত হবা কিন্তু
আমাকে খুঁজে পাবেনা,
বলতে পারবেনা কারন
চাঁদ খুজতে গিয়ে তুমি পুরো আকাশটাকেই হারিয়ে ফেলেছো,
সেদিন বুঝবে।
প্রকাশক ও সম্পাদক : মোহাম্মাদ নিজাম তালুকদার, উপদেষ্টা সম্পাদক : মোঃ ইমদাদ তালুকদার।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: হাউজ নং-৩৭, ব্লক- j, ইষ্টাণ হাউজিং, মিরপুর -১২, ঢাকা। মোবাইল : ০১৮২৮-১৩৭১৭১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত