হাসান আলী সোহেল, নাটোর প্রতিনিধি:
নাটোরের বাগাতিপাড়ায় কাবিখা প্রকল্পের আওতায় সড়ক সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। সকালে সাজামালঞ্চী এলাকায় এ কাজের উদ্বোধন করেন বাগাতিপাড়া ৩ নং ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ফাহিমা খাতুন।
দীর্ঘদিন সংস্কার না হওয়া নাসির উদ্দিনের বাড়ি থেকে বকুলের বাড়ি পর্যন্ত রাস্তা পুনর্নির্মাণে এলাকাবাসীর ভোগান্তি কমবে-এমন প্রত্যাশা স্থানীয়দের।
উদ্বোধনকালে ফাহিমা খাতুন বলেন, এলাকার চলাচল সহজ করতে এবং প্রতিশ্রুত উন্নয়ন বাস্তবায়নের অংশ হিসেবেই এই কাজ শুরু করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য কামরুল ইসলাম সরকার (আমিন), বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান মিঠু, ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম পলাশসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এলাকাবাসীর আশা-কাজ শেষ হলে যোগাযোগব্যবস্থা আরও সহজ হবে।
প্রকাশক ও সম্পাদক : মোহাম্মাদ নিজাম তালুকদার, উপদেষ্টা সম্পাদক : মোঃ ইমদাদ তালুকদার।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: হাউজ নং-৩৭, ব্লক- j, ইষ্টাণ হাউজিং, মিরপুর -১২, ঢাকা। মোবাইল : ০১৮২৮-১৩৭১৭১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত