নাটোরের বাগাতিপাড়া উপজেলায় বিপুল পরিমাণ নকল বিড়ি ও বিড়ি তৈরির সরঞ্জামসহ দুইজনকে আটক করেছে বাগাতিপাড়া থানা পুলিশ।
সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ফাগুয়াড়দিয়াড় ইউনিয়নের উপর হাটদৌল এলাকায় সওদাগর আলীর বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। অভিযানে সওদাগর আলী (পিতা: পিয়ার আলী) ও আব্দুল মানিক (পিতা: আব্দুল মালিক, গ্রাম: শাইলকোনা) কে আটক করা হয়।
স্থানীয়রা জানান, সওদাগর আলী দীর্ঘদিন ধরে তার বাড়িতে লোকচক্ষুর আড়ালে নকল বিড়ি তৈরির ব্যবসা করে আসছিলেন।
অভিযান পরিচালনাকারী এসআই আল আমিন জানান, এ সময় আনুমানিক ১৪০ কেজি তামাক, প্রায় এক লক্ষ আশি হাজার খালি বিড়ি, এক হাজার ব্যান্ডরোলসহ বিপুল পরিমাণ নকল বিড়ি তৈরির সরঞ্জাম জব্দ করা হয়েছে।
মনোমহন স্বরিপপুর বিড়ি ফ্যাক্টরির স্টাফ রিপন আলী জানান, গোপন তথ্যের ভিত্তিতে তারা জানতে পারেন সওদাগর আলীর বাড়িতে নকল বিড়ি তৈরি হচ্ছে। পরে পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে প্রায় দুই থেকে আড়াই লাখ নকল বিড়ি তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
মনোমহন বিড়ি ফ্যাক্টরির ডিরেক্টর একরামুল হক বলেন, “আটককৃতরা দীর্ঘদিন ধরে আমাদের কোম্পানির ব্র্যান্ড নকল করে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে বিড়ি তৈরি করে আসছিলেন। খবর পেয়ে পুলিশের সহযোগিতায় বিপুল পরিমাণ নকল বিড়ি তৈরির সরঞ্জাম জব্দ করা হয়েছে এবং দুইজনকে আটক করা হয়েছে।”
বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, “অভিযানের বিষয়টি সত্য। জব্দকৃত নকল বিড়ি, বিড়ি তৈরির সরঞ্জাম ও আটককৃতদের থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।”
প্রকাশক ও সম্পাদক : মোহাম্মাদ নিজাম তালুকদার, উপদেষ্টা সম্পাদক : মোঃ ইমদাদ তালুকদার।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: হাউজ নং-৩৭, ব্লক- j, ইষ্টাণ হাউজিং, মিরপুর -১২, ঢাকা। মোবাইল : ০১৮২৮-১৩৭১৭১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত