হাসান আলী সোহেল, নাটোর প্রতিনিধি
নাটোরের বাগাতিপাড়া উপজেলায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নের ধারাবাহিকতায় শ্রীরামপুর গ্রামে ইটের সোলিং রাস্তার নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
৩ নং বাগাতিপাড়া ইউনিয়ন উন্নয়ন সহায়তা তহবিলের অর্থায়নে বাস্তবায়নাধীন এই প্রকল্পের উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফাহিমা খাতুন ও ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সাজাহান আলী।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা ওলামা দলের সহ-যুগ্ম আহ্বায়ক আব্দুল বারিক, ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আদম আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্যানেল চেয়ারম্যান ফাহিমা খাতুন বলেন, গ্রামাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমেই টেকসই উন্নয়ন সম্ভব।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে এই রাস্তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রকাশক ও সম্পাদক : মোহাম্মাদ নিজাম তালুকদার, উপদেষ্টা সম্পাদক : মোঃ ইমদাদ তালুকদার।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: হাউজ নং-৩৭, ব্লক- j, ইষ্টাণ হাউজিং, মিরপুর -১২, ঢাকা। মোবাইল : ০১৮২৮-১৩৭১৭১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত