বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) নাটোর জেলা শাখার নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। গত ০১ সেপ্টেম্বর বেলা ২ টার পরে কোর্ট চত্বরে ভবনের নীচতলায় এক সভায় এই কমিটি গঠন ও ঘোষণা করা হয়। এ্যাডভোকেট আলেক উদ্দিন শেখ সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় সর্বসম্মতিক্রমে দৈনিক বারবেলা পত্রিকার প্রকাশক ও সম্পাদক এ্যাডভোকেট আলেক উদ্দিন শেখ কে সভাপতি এবং দৈনিক আশ্রয় প্রতিদিন মেহেরুল ইসলাম মোহন কে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।
বিএমইউজে নাটোর জেলা কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ সদস্যরা হলেন:
সহ-সভাপতি : আব্দুর রশিদ ( দৈনিক জনদেশ), সামসুল ইসলাম (দৈনিক ভোরের চেতনা), এ্যাড. রবিউল আলম সরদার (দৈনিক মাতৃ জগত), এ্যাড. বাকী বিল্লাহ রশিদী (দৈনিক ঢাকা), তৌহিদা ইসলাম তন্নী (দৈনিক বাংলাদেশের আলো
যুগ্ম সাধারণ সম্পাদক: ইউসুফ হোসেন (চ্যানেল এস), মেহেদী হাসান শাওন (দৈনিক দেশ রুপান্তর), কায়েস উদ্দিন (দৈনিক ভোরের চেতনা)
সাংগঠনিক সম্পাদক: সুরুজ আলী (দৈনিক লাল সবুজের দেশ)
দপ্তর সম্পাদক: মাহাবুর রনি (দৈনিক লাল সবুজের দেশ)
কোষাধাক্ষ্য: সাদ্দাম হোসেন (দৈনিক স্বাধীন ভোর)
সাহিত্য সম্পাদক: আশরাফুল ইসলাম (দৈনিক অপরাধ দমন)
ধর্মীয় সম্পাদক: আবু সাঈদ (ভোরের কাগজ)
ক্রীড়া সম্পাদক: শাহিন আলম (দৈনিক বারবেলা পত্রিক)
সমাজ কল্যান সম্পাদক: সুজন মাহমুদ (দৈনিক অপরাধ জগত)
নির্বাহী সদস্যবৃন্দ:
ফরহাদ হোসেন (দৈনিক বারবেলা পত্রিক), মনজুর হোসেন (এস ডি টিভি), প্রসেনজিৎ কুমার (দৈনিক আজকের বসুন্ধরা), কাবিল উদ্দিন কাফি (দৈনিক যায়যায় দিন), রেজাউল করিম (দৈনিক সকালের সময়), জামাল উদ্দিন (দৈনিক উত্তরা প্রতিদিন), রাজিবুল ইসলাম রিপন (দৈনিক বিশ্ব মানচিত্র ) আবুল কালাম আজাদ (দৈনিক জনতা), শামীম হোসেন (দৈনিক আজকের বসুন্ধরা), আক্তার হোসেন অপূর্ব (দৈনিক যায়যায় দিন), সোহেল রানা সৈকত (দৈনিক প্রাইভেট ডিটেকটিভ), আলম হোসেন (দৈনিক দেশ বার্তা), আলিফ বিন রেজা (দৈনিক জবাবদিহি) , রেজাউল করিম রুবেল (দৈনিক ক্রাইম কন্ট্রোল) , আব্দুল হান্নান (দৈনিক জনদেশ), ফজলুর রহমান (দৈনিক অর্থদৃষ্টি) , শ্যামল কুমার (অপরাধ জগত) , মিজানুর রহমান (মানবাধিকার প্রতিদিন) , সজিব তুষার (দৈনিক প্রাইভেট ডিটেকটিভ), মাহবুর রহমান (দৈনিক প্রান্থজন), আব্দুস সালাম (দৈনিক জনতা) , শহিদুল ইসলাম সুইট (দৈনিক সময়ের আলো), আবু বাশার (দৈনিক বাংলাদেশ সমাচার), কামাল হোসেন (দৈনিক মাতৃজগত) ।
নতুন এই কমিটি জেলার সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, অধিকার আদায় ও ঐক্য সংহতির লক্ষ্যে কাজ করবে বলে প্রত্যয় ব্যক্ত করেন নেতারা।
প্রকাশক ও সম্পাদক : মোহাম্মাদ নিজাম তালুকদার, উপদেষ্টা সম্পাদক : মোঃ ইমদাদ তালুকদার।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: হাউজ নং-৩৭, ব্লক- j, ইষ্টাণ হাউজিং, মিরপুর -১২, ঢাকা। মোবাইল : ০১৮২৮-১৩৭১৭১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত