রাজিব হোসেন , মধুখালী প্রতিনিধি:
ফরিদপুরের মধুখালীতে ক্রয়কৃত জমি জোরপূর্বক দখল, হামলা, মিথ্যা মামলা, প্রাণনাশের হুমকি ও মানহানির অভিযোগে সংবাদ সম্মেলন করেছে এক ভুক্তভোগী পরিবার।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ১১টায় মধুখালী পৌরসভার পশ্চিম গাঁড়াখোলা হঠাৎপাড়ায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
লিখিত বক্তব্যে ভুক্তভোগী মোঃ মিলন বিশ্বাস অভিযোগ করে বলেন, তিনি পশ্চিম গাঁড়াখোলা মৌজার ১৩৯/২১৮ নং দাগের মোট ১০ শতাংশ জমির মধ্যে পাঁচ শতাংশ একই এলাকার মোঃ লুৎফর রহমানের কাছ থেকে আইনগতভাবে ক্রয় করেন। জমি ক্রয়ের পর সেখানে থাকা একটি টিনশেড ঘরসহ তাকে দখল বুঝিয়ে দেওয়া হয়। গত ১৯ ডিসেম্বর ২০২৫ তারিখে দিনের বেলায় ঘরে তালা লাগিয়ে তিনি চলে আসেন। পরবর্তীতে ওই রাতেই লুৎফর রহমানের ছোট ভাই মোঃ মিজানুর রহমান, তার স্ত্রী মেরি বেগম ও রেজাউলের স্ত্রী আলেয়া বেগম তালা ভেঙে ঘরটি দখল করে নেয়।
তিনি আরও বলেন, জমি ও ঘর দেখতে গেলে অভিযুক্তরা তাকে ও তার ছেলে মোঃ শিহাব উদ্দিনকে প্রাণনাশের হুমকি দেয় এবং এলাকা ছেড়ে চলে যেতে বলে। উপায় না পেয়ে তিনি মধুখালী থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
এ বিষয়ে বিক্রেতা মোঃ লুৎফর রহমান বলেন, “আমি আমার নিজের নেওয়া ২.৫ শতাংশ এবং আমার ভাই রেজাউলের কাছ থেকে নেওয়া ২.৫ শতাংশসহ মোট পাঁচ শতাংশ জমি মিলন বিশ্বাসের কাছে বিক্রি করেছি। এ জমিতে আমার অন্য ভাইদের কোনো অংশ নেই।”
অন্যদিকে অভিযুক্ত রেজাউলের স্ত্রী আলেয়া বেগম দাবি করেন, “আমার স্বামীসহ চার ভাইয়েরই এ জমিতে সমান অংশ রয়েছে। তাই আমরা এ জমি অন্য কাউকে দখল নিতে দেব না।”
এ বিষয়ে মধুখালী থানার সাব-ইন্সপেক্টর মোঃ জাহাঙ্গীর হোসেন জানান, এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশক ও সম্পাদক : মোহাম্মাদ নিজাম তালুকদার, উপদেষ্টা সম্পাদক : মোঃ ইমদাদ তালুকদার।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: হাউজ নং-৩৭, ব্লক- j, ইষ্টাণ হাউজিং, মিরপুর -১২, ঢাকা। মোবাইল : ০১৮২৮-১৩৭১৭১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত