রাজিব হোসেন, মধুখালী,প্রতিনিধি
ফরিদপুরের মধুখালী পৌরসভার ৯নং ওয়ার্ডের মেছড়দিয়া গ্রামের ইমামুল শেখ(৭) নামে এক শিশু পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে।
ওই শিশুর পিতার নাম মোঃ জামাল শেখ। ওই শিশুটি স্থানীয় আর এম একাডেমির প্রে শ্রেণির ছাত্র। তার বাবা সিঙ্গাপুর প্রবাসি।
পারিবারিক সূত্রে জানাগেছে, শিশু ইমামুলকে নিয়ে তার মা বাবার বাড়ি কামালদিয়া ইউনিয়নের চাঁদপুর গ্রামে বেড়াতে গেলে সোমবার সকালে ওই শিশুটি নানি বাড়ীর পাশের খাদে বর্শি দিয়ে মাছ ধরার জন্য যায়। বাড়ীতে ফিরে না আসায় অনেক খোঁজাখুজির পর তাকে একটি পানির খাদ থেকে মৃত অবস্থায় পাওয়া যায়।
প্রকাশক ও সম্পাদক : মোহাম্মাদ নিজাম তালুকদার, উপদেষ্টা সম্পাদক : মোঃ ইমদাদ তালুকদার।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: হাউজ নং-৩৭, ব্লক- j, ইষ্টাণ হাউজিং, মিরপুর -১২, ঢাকা। মোবাইল : ০১৮২৮-১৩৭১৭১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত