রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুরে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) বিকেল ৩টার দিকে খানখানাপুর ইউনিয়ন মহিলা দলের আয়োজনে খানখানাপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
খানখানাপুর ইউনিয়ন মহিলা দলের সভানেত্রী সাবিহা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি কুমকুম নজরুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সহ-সভাপতি ফারজানা ইয়াসমিন ডেইজি, সাধারণ সম্পাদক ইয়াসমিন আক্তার পিয়া এবং সাংগঠনিক সম্পাদক মোছা. রাজিয়া বেগম।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজবাড়ী সদর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব কেএম সবুর শাহীন, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এ্যাড. নেকবর হোসেন মনি, খানখানাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. লুৎফর রহমান বাবু, সিনিয়র সহ-সভাপতি মো. জাহিদ মেম্বার, সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মিয়া মো. আলমগীর ফারুক মিঠু, সাংগঠনিক সম্পাদক আ. জব্বার মেম্বারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের সহস্রাধিক নেতাকর্মীরা।
স্মরণ সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তার অবদান এবং দেশের জন্য তার ত্যাগের কথা স্মরণ করেন। বক্তারা বলেন, খালেদা জিয়া এদেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আপসহীন ভূমিকা রেখেছেন। তার অবদান জাতি কখনো ভুলবে না। এ-সময় আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত রাজবাড়ী-১ আসনের ধানের শীষের প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মকে ভোট দিয়ে নির্বাচিত করার আহবান জানান।
অনুষ্ঠানের শেষে মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন এ্যাড. নেকবর হোসেন মনি হয়।
প্রকাশক ও সম্পাদক : মোহাম্মাদ নিজাম তালুকদার, উপদেষ্টা সম্পাদক : মোঃ ইমদাদ তালুকদার।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: হাউজ নং-৩৭, ব্লক- j, ইষ্টাণ হাউজিং, মিরপুর -১২, ঢাকা। মোবাইল : ০১৮২৮-১৩৭১৭১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত