জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ীঃ
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানের সময় মূল আসামি নবুয়ত শেখ (৩৫) পালিয়ে যাওয়ায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বালিয়াকান্দি উপজেলাধীন জঙ্গল ইউনিয়নের অলংকারপুর গ্রামের নবুয়ত শেখ দীর্ঘদিন ধরে ইয়াবা ও গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসা পরিচালনা করে আসছে এবং তার বসতবাড়িতে বিপুল পরিমাণ মাদক মজুদ রয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ৯টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. নাসির উদ্দিনের নেতৃত্বে একটি বিশেষ রেইডিং টিম অভিযান পরিচালনা করে।
অভিযানে নবুয়ত শেখের নিজ দখলীয় বসতবাড়ি তল্লাশি করে ৪টি স্টিলের তৈরি চাপাতি, ২টি চাইনিজ কুড়াল, একটি চাকু, ৩টি স্টিলের হাতুড়ি এবং ১টি হকস্টিক উদ্ধার করা হয়।
অভিযানের সময় নবুয়ত শেখ বাড়িতে উপস্থিত না থাকায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এ ঘটনায় নবুয়তের বিরুদ্ধে বালিয়াকান্দি থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপপরিচালক মো. নাসির উদ্দিন জানান, মাদক ও অস্ত্র উদ্ধারের অভিযান অব্যাহত থাকবে এবং পলাতক আসামিকে গ্রেপ্তারে জোর তৎপরতা চালানো হচ্ছে।
প্রকাশক ও সম্পাদক : মোহাম্মাদ নিজাম তালুকদার, উপদেষ্টা সম্পাদক : মোঃ ইমদাদ তালুকদার।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: হাউজ নং-৩৭, ব্লক- j, ইষ্টাণ হাউজিং, মিরপুর -১২, ঢাকা। মোবাইল : ০১৮২৮-১৩৭১৭১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত