জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ী:
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুরে রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে রবীন্দ্রনাথ দেবনাথ (৭৫) নামে এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে জামালপুর রেলওয়ে ফুটবল মাঠসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রবীন্দ্রনাথ জামালপুরের ডাঙ্গাহাটির অমূল্য দেবনাথের ছেলে।
নিহতের ছেলে রতন দেবনাথ জানান, সকালে পারিবারিক বিষয় নিয়ে রাগ করে বাড়ি থেকে বের হয়ে রেললাইনের পাশে দাঁড়িয়েছিলেন তার বাবা। ট্রেন আসার সময় স্থানীয়রা বাধা দেওয়ার চেষ্টা করলেও তিনি দ্রুত ট্রেনের নিচে ঝাঁপ দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রাজবাড়ী রেলওয়ে থানা (জিআরপি)-এর ওসি মিজানুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। বিস্তারিত তদন্তের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক ও সম্পাদক : মোহাম্মাদ নিজাম তালুকদার, উপদেষ্টা সম্পাদক : মোঃ ইমদাদ তালুকদার।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: হাউজ নং-৩৭, ব্লক- j, ইষ্টাণ হাউজিং, মিরপুর -১২, ঢাকা। মোবাইল : ০১৮২৮-১৩৭১৭১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত