ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলায় উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিভিন্ন ফসলের বীজ বিতরণ করা হয়েছে।
৫ নভেম্বর বুধবার সকাল ১০ টায় উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এ বীজ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ খাদিজা বেগম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আতাউর রহমান উপজেলা বিএনপি, আল্লামা আল ওয়াদুদ বিন নুর( আলিফ) সাধারণ সম্পাদক বিএনপি, মোঃ রজব আলী সেক্রেটারি উপজেলা জামায়াত ইসলাম, মামুনুর রশিদ মামুন ছাত্র অধিকার কেন্দ্রীয় সহ-সভাপতি।
স্বাগত বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, সরকার ঘোষিত কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হচ্ছে। এ কর্মসূচির মাধ্যমে এবছর উপজেলার গমের বীজ ৫২০০,শরিষা ৫৯০০,পেয়াজ ৩০,চিনাবাদাম ২০ মোট ১১১৫০ জন কৃষক উপকৃত হবেন।
তিনি আরও বলেন, “বর্তমান সরকার কৃষিবান্ধব। কৃষকদের উৎপাদন বাড়াতে নানা উদ্যোগ গ্রহণ করেছে, যার মধ্যে বীজ বিতরণ অন্যতম।
প্রকাশক ও সম্পাদক : মোহাম্মাদ নিজাম তালুকদার, উপদেষ্টা সম্পাদক : মোঃ ইমদাদ তালুকদার।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: হাউজ নং-৩৭, ব্লক- j, ইষ্টাণ হাউজিং, মিরপুর -১২, ঢাকা। মোবাইল : ০১৮২৮-১৩৭১৭১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত