ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার পৌর শহরের জয়কালি বাজারের পাশে কুলিক নদী থেকে আজ রবিবার সকাল ১০ ঘটিকায় জরিনা(বকো পাগলি) নামে এক মহিলার লাশ উদ্ধার করা হয়েছে।
মৃত জরিনা(বকো পাগলি) হরিপুর উপজেলার আটঘরিয়া গ্রামের বদরুল ইসলামের স্ত্রী তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ভাবে যেখানে সেখানে ঘুরে বেড়াতো।
স্থানীয় সূত্রে জানা যায় কুলিক নদীরতে জেলেরা মাছ ধরতে গিয়ে লাশটিকে ভাসমান অবস্থায় দেখতে পায়,পরবর্তীতে স্হানীয় মানুষ জন প্রশাসনকে খবর দেয় এবং নদী থেকে লাশটি তুলে একটি দোকান ঘরে রাখেন।
অজানা লাশ দেখতে উৎসুক জনতার ভিড় জমায়।
পরে রাণীশংকৈল থানা পুলিশ ঘটনা স্থলে এসে লাশটির সুরাতল করে থানায় নিয়ে যায়।
এই বিষয়ে রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ আরশেদুল হকের কাছে জানতে চাইলে তিনি বলেন একটি ই'ডি মামলা হয়েছে লাশ ময়না তদন্তের জন্য ঠাকুরগাঁও মর্গে পাঠানো হয়েছে, ময়না তদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।
প্রকাশক ও সম্পাদক : মোহাম্মাদ নিজাম তালুকদার, উপদেষ্টা সম্পাদক : মোঃ ইমদাদ তালুকদার।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: হাউজ নং-৩৭, ব্লক- j, ইষ্টাণ হাউজিং, মিরপুর -১২, ঢাকা। মোবাইল : ০১৮২৮-১৩৭১৭১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত