ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ঈদগাহ চন্দনচহট কামার বস্তিতে মহিসিনা (২৫) নামে এক নববিবাহিতা নারী আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।
শনিবার (৮ নভেম্বর ) সন্ধ্যার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
নিহত মহিসিনা এক মাস আগে বিয়ে করেছিলেন। সম্প্রতি তিনি বাবার বাড়িতে অবস্থান করছিলেন। পরিবারের সদস্যদের অনুপস্থিতিতে তিনি নিজের ঘরে গলায় ফাঁস দেন বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার বিষয়ে নিহতের পিতা মো. রস্তুলাল রহমান বলেন,মেয়েকে বিয়ে দিয়েছি এক মাস হলো। কোনো ঝগড়া-ঝাটি ছিল না, আমার বাড়িতেই ছিল। কিন্তু আজ এমন ঘটনা ঘটবে, সেটা কল্পনাও করতে পারিনি। আমার মেয়েটার মাথার সমস্যা ছিল। সে কারণেই হয়তো এমনটা ঘটেছে।”
স্থানীয় সূত্রে জানা যায়, মহিসিনা মানসিকভাবে অসুস্থ ও প্রতিবন্ধী ছিলেন। কোনো পারিবারিক বিরোধ ছাড়াই হঠাৎ এ ঘটনা ঘটে। বর্তমানে পরিবারটিতে শোকের মাতম বইছে।
প্রকাশক ও সম্পাদক : মোহাম্মাদ নিজাম তালুকদার, উপদেষ্টা সম্পাদক : মোঃ ইমদাদ তালুকদার।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: হাউজ নং-৩৭, ব্লক- j, ইষ্টাণ হাউজিং, মিরপুর -১২, ঢাকা। মোবাইল : ০১৮২৮-১৩৭১৭১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত