ওসমান হাদীর মৃত্যুতে ঘোষিত রাষ্ট্রীয় শোকের দিন রায়পুরায় ৯৮ ব্যাচের মিলন মেলাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড় উঠেছে।
রাষ্ট্রীয় শোক দিবসে আনন্দঘন আয়োজন ও মিলনমেলার ছবি–ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। অনেকেই এটিকে শোকের প্রতি অবমাননা ও রাষ্ট্রীয় নির্দেশনার লঙ্ঘন বলে মন্তব্য করছেন।
এ ঘটনায় প্রশ্ন উঠেছে প্রশাসনের ভূমিকা নিয়েও। শোকের দিনে এ ধরনের আয়োজন কীভাবে অনুষ্ঠিত হলো, অনুমতি ছিল কি না—তা নিয়েও জনমনে ক্ষোভ দেখা দিয়েছে।
এ বিষয়ে রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা বলেন, পার্কের ভেতরের কোনো আয়োজনের জন্য সাধারণত আমাদের কাছ থেকে অনুমতি নেওয়া হয় না। আজও কোনো অনুমতি নেওয়া হয়নি। বিষয়টি জানতে পেরে দুপুর আনুমানিক ২টার দিকে অনুষ্ঠান বন্ধ করার নির্দেশ দিই। তবে সেখানে পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত থাকায় তারা আমার নির্দেশ অমান্য করে অনুষ্ঠান চালিয়ে যায়। পরে বিকেল প্রায় ৫টার দিকে সবাইকে পার্ক থেকে বের করে দেওয়া হয়।
তিনি বিষয়টিকে দুঃখজনক উল্লেখ করে আরও বলেন, আজকের মতো রাষ্ট্রীয় শোকের দিনে সচেতন ব্যক্তি হয়েও তারা কীভাবে এমন আয়োজন করেছে, তা আমার বোধগম্য নয়। আমি এ ধরনের কোনো আয়োজনের অনুমতি দেইনি।
এবিষয়ে আয়োজকদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
প্রকাশক ও সম্পাদক : মোহাম্মাদ নিজাম তালুকদার, উপদেষ্টা সম্পাদক : মোঃ ইমদাদ তালুকদার।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: হাউজ নং-৩৭, ব্লক- j, ইষ্টাণ হাউজিং, মিরপুর -১২, ঢাকা। মোবাইল : ০১৮২৮-১৩৭১৭১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত