রুবেল রানা, সালথা (ফরিদপুর)
“আমরা আজ এখানে একত্রিত হয়েছি একটি নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদ জানাতে। সাংবাদিক তুহিন ছিলেন সত্যের পথে নির্ভীক যোদ্ধা, অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে কলম চালিয়ে গেছেন জীবনের শেষ দিন পর্যন্ত। কিন্তু সেই সত্য প্রকাশের অপরাধেই তাঁকে আমরা হারালাম।
এ ঘটনা শুধু একজন সাংবাদিককে হত্যা নয়—এটি গণমাধ্যমের স্বাধীনতার উপর আঘাত, মানুষের বাকস্বাধীনতার উপর আঘাত। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, হত্যাকারীরা যত শক্তিশালীই হোক, এই হত্যার বিচার আমরা আদায় করবই।
সরকারের কাছে আমাদের জোরালো দাবি—অবিলম্বে তুহিন হত্যার সাথে জড়িত সকল অপরাধীকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করতে হবে, যাতে আর কোনো সাংবাদিককে জীবনের মূল্য দিয়ে সত্য প্রকাশ করতে না হয়।
আমরা তুহিনের আত্মার মাগফেরাত কামনা করছি এবং প্রতিজ্ঞা করছি—তাঁর অসমাপ্ত লড়াই আমরা চালিয়ে যাবো, কলমের মাধ্যমে, কণ্ঠের মাধ্যমে, জনতার শক্তির মাধ্যমে।”
প্রকাশক ও সম্পাদক : মোহাম্মাদ নিজাম তালুকদার, উপদেষ্টা সম্পাদক : মোঃ ইমদাদ তালুকদার।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: হাউজ নং-৩৭, ব্লক- j, ইষ্টাণ হাউজিং, মিরপুর -১২, ঢাকা। মোবাইল : ০১৮২৮-১৩৭১৭১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত