সারিয়াকান্দিতে সুতানারা চমকাদহ নুর আলা নুর দাখিল মাদ্রাসার নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
২৫ জানুয়ারি রবিবার বেলা ১১টায় মাদ্রাসা মাঠে মানববন্ধন করে এলাকাবাসী। মানব বন্ধনে বক্তব্য রাখেন, অত্র মাদ্রাসার অভিভাবক সদস্য সাইফুল ইসলাম, সুতানারা গ্রামের জামাল উদ্দিন বাদশা, আব্দুস সালাম, সহিদুল আকন্দ, মিঠু মিয়া প্রমুখ।
বক্তারা অভিযোগ তুলে বলেন, উক্ত মাদ্রাসায় অর্থের বিনিময়ে গোপনে ১জন সহকারী সুপার, ১জন এবতেদায়ী প্রধান এবং ১ জন নৈশ প্রহরী নিয়োগ করা হয়েছে। অনিয়ম করে গোপনে নিয়োগ করা ৩টি নিয়োগ বাতিল করে নতুন করে নিয়োগের দাবী জানান। এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে অভিযোগ দাখিল করা হয়েছে এবং বিভিন্ন দপ্তরে অনুলিপি দেওয়া হয়েছে। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল এবং ক্ষোভ প্রকাশ করেন তিনি।
মাদ্রাসার সুপারিটেন্ডেন্ট আমিনুল ইসলাম সাংবাদিকদের জানান, পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশসহ সকল নিয়ম মেনেই ১জন সহকারী সুপার, ১জন এবতেদায়ী প্রধান এবং ১ জন নৈশ প্রহরী নিয়োগ করা হয়েছে। অর্থনৈতিক বিষয়ে যে অভিযোগ আনা হচ্ছে এর সাথে আমি কোনো ভাবে জড়িত নই। কাহারো নিকট থেকে অর্থনৈতিক কোনো লেনদেন করিনি। ম্যানেজিং কমিটির সভাপতি রেজাউল করিম রঞ্জুর সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায় নি।
প্রকাশক ও সম্পাদক : মোহাম্মাদ নিজাম তালুকদার, উপদেষ্টা সম্পাদক : মোঃ ইমদাদ তালুকদার।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: হাউজ নং-৩৭, ব্লক- j, ইষ্টাণ হাউজিং, মিরপুর -১২, ঢাকা। মোবাইল : ০১৮২৮-১৩৭১৭১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত