ফরিদপুরের সালথা উপজেলার ইউসুফদিয়া স্কুলের ছাত্র-ছাত্রীদের শিক্ষার মান উন্নয়নে এলাকার সুধীজন ও অভিভাবকদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ১১ টায় অত্র স্কুল মাঠ প্রাঙ্গনে এই সমাবেশের আয়োজন করেন ইউসুফদিয়া স্কুল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।
ইউসুফদিয়া আব্দুল আলী ও নাজিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাকিলা বেগমের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, সালথা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ মামুন সরকার, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধান (গণিত) প্রফেসর ড. মোঃ রাশেদ তালুকদার, ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের সহযোগী অধ্যাপক ইয়াদ আলী, সালথা উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার শওকত আকবর, সালথা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ ওয়াহিদুজ্জামান, ইউসুফদিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু ছায়েম, সাবেক প্রধান শিক্ষক শাহ আলম, সাবেক ছাত্র এনায়েত হোসেন, আরিফুর রহমান রিপন, সিনিয়র শিক্ষক (অবসরপ্রাপ্ত) শওকত আলী, ইউসুফদিয়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি রাকিবুল ইসলাম তারেক, সহ-সভাপতি তাজুল ইসলাম, মাসরুর রহমান, সাধারণ সম্পাদক আসিফ সালাউদ্দিন শুভ, আইন বিষয়ক সম্পাদক মোকলেছুর রহমান প্রমূখ।
এসময়ে বক্তারা ছাত্র-ছাত্রীদের শিক্ষার মান উন্নয়ন, নৈতিক চরিত্র গঠন ও মোবাইল আসক্তি থেকে ছাত্র-ছাত্রীদের বেরিয়ে আনতে শিক্ষক ও অভিভাবক সহ সকলের সহযোগিতা কামনা করেন।
সমাবেশ শেষে অতিথিদের মাঝে সম্মাননা স্মারক প্রদান ও প্রতিটি শ্রেণীতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করা মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে শুভেচ্ছা স্মারক প্রদান করেন ইউসুফদিয়া স্কুল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।
প্রকাশক ও সম্পাদক : মোহাম্মাদ নিজাম তালুকদার, উপদেষ্টা সম্পাদক : মোঃ ইমদাদ তালুকদার।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: হাউজ নং-৩৭, ব্লক- j, ইষ্টাণ হাউজিং, মিরপুর -১২, ঢাকা। মোবাইল : ০১৮২৮-১৩৭১৭১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত