ফরিদপুর জেলার সালথা উপজেলার খারদিয়া গ্রামে কুমার নদীতে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের অভিযোগে অভিযান চালিয়েছে স্থানীয় প্রশাসন।
শুক্রবার (৬ জুন) বিকেলে সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনিছুর রহমান বালী এ অভিযান পরিচালনা করেন।
জানা গেছে, খারদিয়া গ্রামের নতুন ব্রীজ সংলগ্ন কুমার নদে দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহল অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করে আসছিল। বিষয়টি নিয়ে ইতিপূর্বে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলে তা প্রশাসনের নজরে আসে।
অভিযানে উপস্থিত ছিলেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তবে অভিযানের সময় ড্রেজার মেশিন ও সংশ্লিষ্ট ব্যক্তিদের কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি বলে জানা গেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিছুর রহমান বালী বলেন, অবৈধ বালু উত্তোলন করায় অভিযানে কাউকে পাওয়া যায়নি। ড্রেজার মেশিনটি বিনষ্ট করা হয়েছে এবং এ বিষয়ে এলজিইডি ঠিকাদারকে সতর্ক করা হয়েছে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এই অবৈধ কার্যক্রম চললেও ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায়নি। প্রশাসনের এ ধরনের উদ্যোগে তারা স্বস্তি প্রকাশ করেছেন এবং নিয়মিত অভিযান চালানোর দাবি জানিয়েছেন।
প্রকাশক ও সম্পাদক : মোহাম্মাদ নিজাম তালুকদার, উপদেষ্টা সম্পাদক : মোঃ ইমদাদ তালুকদার।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: হাউজ নং-৩৭, ব্লক- j, ইষ্টাণ হাউজিং, মিরপুর -১২, ঢাকা। মোবাইল : ০১৮২৮-১৩৭১৭১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত