ফরিদপুরের সালথায় এক সাংবাদিকের বাসায় দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে চুরির ঘটনা ঘটেছে।
সোমবার (০৩ ফেব্রুয়ারী) ভোর রাতে উপজেলার আটঘর ইউনিয়নের বিভাগদী গ্রামে এ চুরির ঘটনা ঘটে।
বাড়িতে চুরি হওয়া ওই সাংবাদিকের নাম সাইফুল ইসলাম। সে দৈনিক সমকালের সালথা উপজেলা প্রতিনিধি ও সালথা প্রেসক্লাবের সহ-সভাপতি।
সাংবাদিক সাইফুল ইসলাম বলেন, সোমবার ভোর রাতে আমাদের বাড়িতে চুরি হয়েছে। আমার মায়ের গলায় দেশীয় অস্ত্র রামদা ধরে জিম্মি করে চোরেরা চুরি করেছে।
আট আনা ওজনের একটা স্বর্ণের চেইন ও নগদ ২৫ হাজার টাকা চুরি হয়েছে বলে জানান সাইফুল।
এছাড়াও অনান্য কি কি মালামাল চুরি হয়েছে তা ভালোভাবে না দেখে সঠিকভাবে বলতে পারা কঠিন বলে জানান তিনি।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হবে ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক ও সম্পাদক : মোহাম্মাদ নিজাম তালুকদার, উপদেষ্টা সম্পাদক : মোঃ ইমদাদ তালুকদার।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: হাউজ নং-৩৭, ব্লক- j, ইষ্টাণ হাউজিং, মিরপুর -১২, ঢাকা। মোবাইল : ০১৮২৮-১৩৭১৭১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত