ফরিদপুরের সালথায় বসতঘরের সিঁধকেটে ঘরে ঢুকে প্রতিবেশি ভাসুর কতৃক ধর্ষণের শিকার হয়েছে এক গৃহবধূ। ধর্ষণের অভিযোগে ধর্ষক রিপন মোল্যা (৩৫) কে আটক করেছে পুলিশ।
বুধবার (৮ অক্টোবর) দুপুরে ওই ধর্ষককে আটক করে সালথা থানা পুলিশ।
আটককৃত রিপন মোল্যা উপজেলার সোনাপুর ইউনিয়নের রায়েরচর গ্রামের আক্তার মোল্যার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে ওই গৃহবধুর বসতঘরে সিঁধকেটে ঘরে ঢুকে ওই (২২) বছর বয়সী গৃহবধুকে ধর্ষন করে রিপন।
পরে বিষয়টি জানাজানি হলে সকালে এলাকার লোকজন রিপনকে তার বাড়িতে ঘিরে রেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রিপনকে আটক করে থানায় নিয়ে আসেন।
ওই গৃহবধুর স্বামী অভিযোগ করে বলেন, আমি ধানকাটা কামলা দিতে ৯দিন ধরে বাড়ির বাইরে ছিলাম। আমার স্ত্রী দুটি সন্তান নিয়ে ঘরে ঘুমিয়ে ছিলো৷ বখাটে রিপন আমার বসতঘরে সিঁধকেটে ঘরে ঢুকে আমার স্ত্রীকে জোরপূর্বক ধর্ষন করে। এবিষয়ে থানায় অভিযোগ দিবো।
সালথা থানার (তদন্ত ওসি) মোঃ মারুফ হাসান রাসেল বলেন, ঘরের সিঁধকেটে গৃহবধুকে ধর্ষনের ঘটনায় ধর্ষক রিপনকে আটক করা হয়েছে। এবিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
প্রকাশক ও সম্পাদক : মোহাম্মাদ নিজাম তালুকদার, উপদেষ্টা সম্পাদক : মোঃ ইমদাদ তালুকদার।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: হাউজ নং-৩৭, ব্লক- j, ইষ্টাণ হাউজিং, মিরপুর -১২, ঢাকা। মোবাইল : ০১৮২৮-১৩৭১৭১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত