ফরিদপুরের সালথার সোনাপুর ইউনিয়নের রাঙ্গারদিয়া গ্রামের বিএনপি নেতা মান্নান মোল্লা রাঙ্গারদিয়ার মারামারি সহ সবধরনের আইন বিরোধী কাজের সঙ্গে নিজের কোন সম্পৃক্ততা নেই এবং তিনি নিজেকে নির্দোষ দাবি করে ও নিজের জীবনের নিরাপত্তা চেয়ে নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করেছেন।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরের তিনি তার নিজ বাস ভবনে সালথায় কর্মরত সাংবাদিকদের নিয়ে এ সংবাদ সম্মেলন করেন। মান্নান মোল্লা (৬৫) মৃত আঃ তসলিম মোল্লার ছেলে।
মান্নান মোল্লা বলেন, কিছুদিন আগে তার বসতঘরে ব্যপক ভাঙ্গচুর হয়, সে বিষয়ে তিনি থানায় একটি মামলা করেন এতে ক্ষিপ্ত হয়ে আসামি পক্ষ মামলা তুলে নেওয়া সহ তাকে বিভিন্ন হুমকি ধামকি দিচ্ছেন, এবং গত ২৩ ডিসেম্বর মোক্তার মাতুব্বর (৭০) এর উপর হামলা চালিয়ে নান্নু মেম্বার, সাহিদ মীর, রওশন মীর'রা মোক্তার মাতুব্বর কে মেরে ফেলে আমার উপর দোষ চাপানোর পায়তারা করছে।
সেইসঙ্গে ফেসবুকে তার নামে গুজব ছড়ানোর ও অভিযোগ করেন। তিনি সালথা থানার পরিদর্শক (ওসি) মহোদয় কে অনুরোধ করে বলেন, গতকালের রাঙ্গারদিয়ায় ঘটে যাওয়া ঘটনায় তার কোন সম্পৃক্ততা নেই, এ ব্যপারে যদি কোন মামলা হয় মোক্তার মাতুব্বরের উপর হামলার প্রকৃত ঘটনা তদন্ত করে যেন ব্যবস্থা গ্রহন করেন। তিনি এখন আর গ্রাম্য দলের সঙ্গে যুক্ত নেই, তিনি বিএনপি দলকে ভালোবাসেন ও বিএনপি সাপোর্ট করার জন্য ই আওয়ামী পন্থীরা তাকে নিয়ে গুজব ছড়ানোর চেষ্টা করছেন।
তিনি আরও বলেন, অন্যায় ভাবে তার গাছের ফল পেরে নিয়ে যায়, রাতে ঘরের জানালা থাবড়ায় নান্নু মেম্বারের লোকজন। সেই সঙ্গে তিনি জানান, নান্নু মেম্বারের বিরধী বালাম সরদার রা অন্য পাড়ার লোক তাদের সাথে ও তার কোন দলীয় সম্পর্ক নেই। রিংকু ম্যাডাম আমার বাড়িতে আসার পর থেকে আমি যন্ত্রণায় আছি, আওয়ামী পন্থীরা আমার পিছনে পড়েছে, আমার ৬৫ বছর বয়স মামলায় মামলায় আমি জর্জড়িত, অনুসন্ধান করে দেখুন গতকাল ঐ পাড়ায় নান্নু মেম্বার ও বালাম সরদারের সমর্থকদের যে ঝামেলা তাতে আমি কোন ভাবে সম্পৃক্ত নই। আমি ঐখানে যাই ই নি।
এমনকি সংবাদ সম্মেলনে করার পূর্ব মূহুর্তে দেখুন ঐ পাড়ায় দুগ্রুপ দেশীয় অস্ত্র নিয়ে সংঘটিত হচ্ছে তাতে ও আমি আমার বাড়িতে ই আছি।
পরিশেষে তিনি বলেন, আমি জয়নাল প্রফেসরের সঙ্গে দল করি না ও তার হয়ে মারামারি হানাহানিতে সম্পৃক্ত হই না দেখে জয়নাল প্রফেসর তার উপর চাপ প্রয়োগ করছেন এবং তার নামে বিভিন্ন গুজব ছড়াচ্ছেন।
তিনি প্রশাসনের নিকট এর সুষ্ঠু তদন্ত চেয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য অনুরোধ করেন।
প্রকাশক ও সম্পাদক : মোহাম্মাদ নিজাম তালুকদার, উপদেষ্টা সম্পাদক : মোঃ ইমদাদ তালুকদার।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: হাউজ নং-৩৭, ব্লক- j, ইষ্টাণ হাউজিং, মিরপুর -১২, ঢাকা। মোবাইল : ০১৮২৮-১৩৭১৭১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত