ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের ৪৪নং রাংগারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গাছ কাটাকে কেন্দ্র করে স্থানীয় ইউপি সদস্য মো: নান্নু মেম্বারের সমর্থকরা বাদশা মোল্যা ও তার স্ত্রীকে মারধর করে। এর পর দুইপক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়।
আজ (৪জানুয়ারী) সকাল ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত উপজেলার সোনাপুর ইউনিয়নের রাঙ্গারদিয়া গ্রামে হামলা ও সংঘর্ষ এবং ভাংচুরের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বাদশা মোল্লাকে মারধর করার পর নান্নু মেম্বারের সমর্থকরা প্রতিপক্ষের বাড়ীতে ঢুকে হামলা চালায়। এতে সাদ্দাম হোসেন (৪), জসীম (৩২), খলিল (৪৫), রবিয়া বেগম (৫০), খোকন মোল্লা (৫৫) সুমন মোল্লা (২৩) সহ অন্তত ১০ জন আহত হয়। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।
মোঃ আজিজুর হোসেন বলেন, আমি বাড়ীতে ছিলাম আমার ভাই সুমন মোল্যা মাঠে কাজ করতে গিয়েছিলে। এসময় হঠাৎ নান্নু ও মনুসহ ৮/১০জন এসে তাকে এলোপাথাড়ী ভাবে কুপায়। সেখানে সুমন বেহুস হয়ে পড়লে মারাগেছে ভেবে তারা চলে যায়।
ঐ নান্নু মেম্বার আ”লীগ আমলে আমাদের গ্রামটাকে জ্বালিয়ে পুড়িয়ে খেয়েছে। এই নান্নু মেম্বারের অত্যাচার থেকে রেহাই পেতে চাই।
নান্নু মেম্বারের সাথে তার মুঠোফোনে একাধিকবার কথা বলার চেষ্টা করলেও তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বাবলুর রহমান খান বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করা হয়। এখন সেখানের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এব্যাপারে পরর্বতী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনার খবর পেয়ে (নগরকান্দা-সালথা) সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান স্যার ও আমি ঘটনাস্থলে ছুটে যাই।
উল্লেখ্য, গতকাল শনিবার (৩ জানুয়ারি) সকালে ৪৪নং রাংগারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে ৭/৮টি মেহেগুনি গাছ নান্নু মেম্বার কেটে নেওয়ার চেষ্টা করে সেখান থেকে মূলত ঘটনার সুত্রপাত তৈরী হয় এবং তারই ফলে আজ এই ঘটনা ঘটে।
প্রকাশক ও সম্পাদক : মোহাম্মাদ নিজাম তালুকদার, উপদেষ্টা সম্পাদক : মোঃ ইমদাদ তালুকদার।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: হাউজ নং-৩৭, ব্লক- j, ইষ্টাণ হাউজিং, মিরপুর -১২, ঢাকা। মোবাইল : ০১৮২৮-১৩৭১৭১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত