ফরিদপুরের সালথা উপজেলায় ৪ আওয়ামী লীগ নেতা সংবাদ সম্মেলন করে দল থেকে পদত্যাগ করেছেন ও বিএনপিতে যোগ দেওয়ার ঘোষনা দেন।
মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকাল সাড়ে ৪ টার দিকে গট্টি ইউনিয়নের ভাবুকদিয়া গ্রামে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলন করে যেসব আওয়ামী লীগ নেতারা পদত্যাগ করেছেন, তারা হলেন- উপজেলা যুবলীগের সহসভাপতি পাভেল রায়হান, গট্টি ইউনিয়ন আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও উপজেলা কৃষকলীগের সহসভাপতি আব্দুর রাজ্জাক খান, গট্টি ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আব্দুল ওহাব মোল্যা, গাট্টি ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য সাইফুল খান।
এসময় সালথায় কর্মরত সাংবাদিকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক : মোহাম্মাদ নিজাম তালুকদার, উপদেষ্টা সম্পাদক : মোঃ ইমদাদ তালুকদার।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: হাউজ নং-৩৭, ব্লক- j, ইষ্টাণ হাউজিং, মিরপুর -১২, ঢাকা। মোবাইল : ০১৮২৮-১৩৭১৭১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত