ফরিদপুরের সালথার রামকান্তপুর ইউনিয়নের ৪,৫,৬ ওয়ার্ড কর্তৃক আয়োজিত ফরিদপুর -২ বিএনপি মনোনীত সাংসদ সদস্য পদপ্রার্থী'র নির্বাচনী প্রচারণা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) সন্ধা ৭ টায় সালথা সরকারি কলেজ সংলগ্ন মাঠে এ সভার আয়োজন করা হয়।
সালথা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র -সভাপতি মোঃ শাহিন মাতুব্বরের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর -২ আসনের সাংসদ সদস্য পদপ্রার্থী শামা ওবায়েদ রিংকু।
সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বরের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ছিদ্দিকুর রহমান তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. হাবিবুর রহমান হাবিব, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, ওলামা দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক হাফেজ মোঃ মাসুম বিল্লাহ, সালথা উপজেলা বিএপির সাবেক দপ্তর সম্পাদক আবুল বাসার, বিএনপি নেতা মুশফিক বিল্লাহ জিহাদ, আব্দুর রব, যুবদল নেতা তৈয়াবুর রহমান মাসুদ, মোঃ এনায়েত হোসেন, মিরান হোসেন, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল আলম, ছাত্রদল নেতা রেজাউল ইসলাম রাজ, সালথা সরকারী কলেজ ছাত্রদলের সভাপতি সামচুল আলম সবুজ সহ বিএনপি নেতাকর্মী ও সহযোগি সংগঠনের নেতাকর্মী বৃন্দ।
নির্বাচনী প্রচারনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে শামা ওবায়েদ ইসলাম বলেন, শিক্ষিত বেকারদের সরকারি চাকরি সহ ভিন্ন ভিন্ন কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। সকল ধর্মের মানুষ ও আলেম ওলামাগণ বিএনপি ক্ষমতায় এলে বেশি নিরাপত্তা পাবে।
মহিলা নেত্রী-কর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা প্রতিটি এলাকায় গিয়ে পরিবারের মা বোনদের নিকট ধানের শীষ এর জন্য ভোট চাইবেন এবং আমাদের বার্তা পৌঁছে দিবেন। ১২ ফেব্রুয়ারী সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে সকলে ধানের শীষে আপনাদের মূল্যবান ভোট দিবেন।
প্রকাশক ও সম্পাদক : মোহাম্মাদ নিজাম তালুকদার, উপদেষ্টা সম্পাদক : মোঃ ইমদাদ তালুকদার।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: হাউজ নং-৩৭, ব্লক- j, ইষ্টাণ হাউজিং, মিরপুর -১২, ঢাকা। মোবাইল : ০১৮২৮-১৩৭১৭১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত