ফরিদপুরের সালথা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে এ সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, সহাকারী কমিশনার (ভূমি) মোঃ মামুন সরকার, সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ বাবলুর রহমান খান, নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ মোঃ ওবায়দুর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ শাহিনুল ইসলাম, সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদ, সিনিয়র সাংবাদিক আবু নাসের হুসাইন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।
এসময়ে আসন্ন সংসদ নির্বাচন কে সামনে রেখে সালথা উপজেলার আইন শৃংখলা পরিস্থিতি ভালো রাখতে দিকনির্দেশনা মূলক আলোচনা প্রধান্য পায়। সেই সঙ্গে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ সহ সার্বিক বিষয়ে আলোচনা হয়েছে।
আসন্ন সংসদ নির্বাচন সুষ্টভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেন ইউএনও । এছাড়াও উপজেলা আইনশৃঙ্খলা পরিস্থিতি সমূন্নত রাখার আহ্বান জানান তিনি।
প্রকাশক ও সম্পাদক : মোহাম্মাদ নিজাম তালুকদার, উপদেষ্টা সম্পাদক : মোঃ ইমদাদ তালুকদার।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: হাউজ নং-৩৭, ব্লক- j, ইষ্টাণ হাউজিং, মিরপুর -১২, ঢাকা। মোবাইল : ০১৮২৮-১৩৭১৭১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত