সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নে চিলগাছা গ্রামে জমিজমা বিরোধের জেরে দুটি পরিবারের সদস্যদের মারপিট ভাংচুর ও বাড়ির চারিপাশে বাঁশের বেড়া দিয়ে অবরুদ্ধ করায় দুটি পরিবার বাড়ি ছাড়া করলেও তাদের মুঠো ফোনে হত্যার হুমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
এ বিষয়ে ( ২৮ অক্টোবর ) মঙ্গলবার দুপুরে সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার ।
অভিযোগ সুত্রে জানা যায়, চিলগাছা গ্রামের মো. স্বপন তালুকদার এর ছেলে মো.শুভ রানা তালুকদার ও মৃত দেরাজ উদ্দিন তালুকদার এর ছেলে চান তালুকদারসহ পরিবারের ৬ ছয় জনকে জমিজমা বিরোধের জের ধরে মারপিটে গুরুতর আহত করে।
প্রতিবেশী আমিনুল ইসলাম ওরফে আয়নাল তালুকদার এর ছেলে মো.মেহেদী হাসান শিয়াম তালুকদার ও মৃত ওহেজ উদ্দিন তালুকদার এর ছেলে মো. মাহমুদুল হাসান ওরফে রফিকুল ইসলাম , জহুরুল ইসলাম, তার দুই ছেলে সাগর ও সৈকত, কালাম ও তার ছেলে মনিরুলসহ ২০/২৫ জনের একদল সন্ত্রাসী বাহিনীরা এ ঘটনাটি ঘটায় বলে অভিযোগ উঠেছে।
মারপিটে গুরুতর আহত ছয় জনকে স্থানীয়রা উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করেন । এ ঘটনায় সিরাজগঞ্জ বিঞ্জ সদর থানা আমলী আদালতে মামলা করেন ভুক্কভোগী শুভ রানা তালুকদার । যার পিটিশন নং - ২০৩/২৫ ও জিআর মামলা নং - ৪১৮ ।
মারপিটের ঘটনায় আদালতে মামলা করায় এতে ওই সন্ত্রাসী বাহিনীরা ক্ষিপ্ত হয়ে গত ( ২১ অক্টোবর) সকাল ৯ ঘটিকার সময় মো.শুভ রানা তালুকদারের পৈত্তিক সম্পত্তির উপর বসত বাড়ির চারিপাশে বাঁশের বেড়া দিয়ে অবরুদ্ধ করেছে।
এতে মো.শুভ রানা তালুকদারের পরিবার ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে বাড়িঘর ছেড়ে শহরে বসবাস করছেন।
আমিনুল ইসলাম ওরফে আয়নাল তালুকদার এত কিছু করেও ক্ষান্ত না হয়ে ভুক্তভোগী পরিবারকে ০১৯০২৯২৪৭০২ ও ০১৭৩০৪৮০২২৫ এই নাম্বারে মুঠোফোনে হত্যার উদ্দেশ্যে ভয়ভীতি দিয়ে আসছে । যাতে ভুক্তভোগী পরিবার দুটি গ্রামের বাড়িতে বসবাস করতে না পারে।স্থানীয়রা জানান, আমিনুল ইসলাম তালুকদার গংরা বর্বরতার সীমা ছাড়িয়ে গেছে। এই সকল অমানুষ সমাজটাকে নরকে পরিনত করছে । এই সকল অন্যায়কারিদের নীতি নৈতিকতা বর্তমান প্রজন্মকে অন্ধকারে ঠেলে দিচ্ছে।
এই ঘটনায় শুভ রানা ও তার পরিবার পরিজন নিয়ে নিরাপত্তা হীনতায় ভুগছে। এ বিষয়ে অসহায় শুভ রানা তালুকদার (২৮ অক্টোবর ) মঙ্গলবার সদর থানায় একটি অওিযোগ দায়ের করেছেন। বিষয়টি সরজমিনে তদন্ত পুর্বক অবরুদ্ধ থেকে রক্ষা ও জীবনের নিরাপত্তায় ন্যায় বিচারের দাবী জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।
প্রকাশক ও সম্পাদক : মোহাম্মাদ নিজাম তালুকদার, উপদেষ্টা সম্পাদক : মোঃ ইমদাদ তালুকদার।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: হাউজ নং-৩৭, ব্লক- j, ইষ্টাণ হাউজিং, মিরপুর -১২, ঢাকা। মোবাইল : ০১৮২৮-১৩৭১৭১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত