মাসুদ রানা বাচ্চু সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
শিক্ষাই শক্তি, শিক্ষাই জাতির মুক্তি, ভবিষ্যৎ বাংলাদেশ ও আগামী পৃথিবী। শিশু শিক্ষার হাতে খড়ি, প্রথমে স্কুলে যাওয়া, নতুন বই, বন্ধু হওয়া,স্কুলগামী করা ,সর্বোপরি শিক্ষা লাভে সকল শিশু মানসিককভাবে, শিক্ষাকে বুঝতে পারে, জানতে পারে, চিনতে পারে, সেই লক্ষ্যে
২০২৪ সালের ৩০ আগষ্ট সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের বয়ড়া ভেন্নাবাড়ি বাজার সংলগ্নে
বিশিষ্ট শিক্ষাবিদ এম,এম মোখলেছুর রহমান স্কুল প্রতিষ্ঠা করে। ৩০ আগষ্ট ২০২৪ তারিখ স্কুলের পাঠদান চালু করে। দীর্ঘ ১বছরে স্কুলটি শিক্ষায়, সংস্কৃতি, ক্রীড়া নৈপুণ্যে এক গৌরবউজ্জ্বল সম্মান লাভ করেছে। স্কুলের শুভ-জন্মদিনে প্রতিষ্ঠাতা এম,এম মোখলেছুর রহমান উপস্থিতি থেকে স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ সূচনা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
বিসিএস ( শিক্ষা) সহকারী অধ্যাপক সরকারি টির্চাস ট্রেনিং কলেজ পাবনার মো. রশিদু হাসান।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন,
কেসি আর স্কুলের প্রধান শিক্ষক শাহ আলম, সাবেক ইউপি সদস্য মো, ইমদাদুল হক হিরন,মো,নুরুল আমিন নুরনবী, আব্দুর রাজ্জাক মুক্তা,অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আয়নুল হকসহ স্কুলের শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী উপস্থিত ছিলেন । স্কুলের শিশু শিক্ষার্থীরা সকাল থেকে গান ,নৃত্যে আনন্দ উৎসবে স্কুল আঙ্গিনা পুলকিত করে।সঞ্চালনায় ছিলেন তৌফিক আহমেদ।
প্রকাশক ও সম্পাদক : মোহাম্মাদ নিজাম তালুকদার, উপদেষ্টা সম্পাদক : মোঃ ইমদাদ তালুকদার।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: হাউজ নং-৩৭, ব্লক- j, ইষ্টাণ হাউজিং, মিরপুর -১২, ঢাকা। মোবাইল : ০১৮২৮-১৩৭১৭১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত