সিরাজুল ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবক মারা গেছেন।
রবিবার (৩১ আগষ্ট) দুপুরে উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের ঢাকদহ গোপালপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মনরঞ্জন (৩২) একই এলাকার মৃত ধীরেন রায়ের ছেলে।
তার স্বজনরা জানায়, এদিন দুপুরে গরু গোসল দেওয়ার সময় বৈদ্যুতিক সুইচ দিতে গিয়ে শক লেগে মাটি পড়ে যায়। এসময় বাড়ির লোকজন এগিয়ে আসলে তাকে অসচেতন দেখতে পেয়ে তার খালা পূণী রাণী ও তার মামাতো ভাই গৌর চাঁদ পাশ্ববর্তী উপজেলা রাণীশংকৈল হাসপাতালে নিয়ে আসলে কবর্ত্যরত চিকিৎসক মনরঞ্জনকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে হাসপাতালের কবর্ত্যরত চিকিৎসক ডা. আবু নাঈম মাহামুদ হাসান বলেন, তাকে হাসপাতালে নিয়ে আসার আগে সে মারা যান।
প্রকাশক ও সম্পাদক : মোহাম্মাদ নিজাম তালুকদার, উপদেষ্টা সম্পাদক : মোঃ ইমদাদ তালুকদার।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: হাউজ নং-৩৭, ব্লক- j, ইষ্টাণ হাউজিং, মিরপুর -১২, ঢাকা। মোবাইল : ০১৮২৮-১৩৭১৭১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত