ফরিদপুর-০২ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ১০ দলীয় মনোনীত প্রার্থী হিসেবে আল্লামা শাহ আকরাম আলী (ধলা) হুজুর মনোনয়ন জমা দেওয়ার পর বলেন- ইসলাম শান্তির ধর্ম, আমি নির্বাচিত হলে হিন্দু-মুসলিম সহ সকল ধর্মের মানুষের জান-মালের নিরাপত্তা দেওয়া হবে।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মেহরাজ শারবিনের কার্যালয়ে উপস্থিত হয়ে ১০ দলীয় জোট মনোনীত প্রার্থী আল্লামা শাহ আকরাম আলী (ধলা) হুজুর তার মনোনয়ন জমা দিয়েছেন।
এসময়ে তার সঙ্গে উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা খেলাফত মজলিশ এর আমীর মাওলানা আমজাদ হোসেন, নগরকান্দা উপজেলা জামায়াতে ইসলামী আমীর সোহরাব হোসেন, সালথা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবুল ফজল মুরাদ, সালথা উপজেলা খেলাফত মজলিশ এর আমীর মাওলানা মফিজুর রহমান।
এছাড়াও শত শত কর্মী সমর্থক হুজুরের গাড়ী বহরে ব্যপক উৎসাহ উদ্দীপনার সাথে সংযুক্ত হন।
পরে বিকেলে সালথা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার সাইফুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
প্রকাশক ও সম্পাদক : মোহাম্মাদ নিজাম তালুকদার, উপদেষ্টা সম্পাদক : মোঃ ইমদাদ তালুকদার।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: হাউজ নং-৩৭, ব্লক- j, ইষ্টাণ হাউজিং, মিরপুর -১২, ঢাকা। মোবাইল : ০১৮২৮-১৩৭১৭১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত