নাটোরের বাগাতিপাড়ায় পূর্বশত্রুতার জের ধরে মো. রনি নামের এক যুবককে মারপিট করে গুরুত্বর আহত করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার ৩নং বাগাতিপাড়া ইউনিয়নের যোগীপাড়া মোড়ে এ ঘটনা ঘটে। আহত মো. রনি উপজেলার কোয়ালীপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি আহত হয়ে এখনো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে। এ নিয়ে ওই দিন দুপুরেই রনির পক্ষে বাগাতিপাড়া মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছে তার বড় বোন রজিনা খাতুন।
অভিযোগ সূত্রে জানা গেছে, জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে উপজেলার কোয়ালীপাড়া গ্রামের আখতারুজ্জামান আসলামের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল রনির। এর জের ধরে ঘটনার দিন আখতারুজ্জামান আসলাম স্থানীয় তুষার আলী এবং দেবা শীষ নামের দুজনকে নিয়ে রনিকে একা পেয়ে মারপিট করে। তাদের হাত থেকে রনিকে উদ্ধার করতে গেলে রনির পিতাকেও মারপিট করেন অভিযুক্তরা।
তবে অভিযুক্ত আখতারুজ্জামান আসলাম বলেন, দুইপক্ষের ভুল বোঝাবুঝির কারনে হাতাহাতি হয়েছে। এতে দুই পক্ষের লোকজন আহত হয়েছে।
এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, মো. রনির পক্ষ থেকে মারপিটের ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।