জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ী:
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বারাদি এলাকা থেকে ৩০ পিস ইয়াবাসহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) রাজবাড়ী।
মঙ্গলবার (০৬ আগস্ট) বিকেল সোয়া ৪টার দিকে জেলা ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বালিয়াকান্দি থানাধীন বারাদি এলাকায় অভিযান চালিয়ে উপজেলার বারাদি এলাকার মো. সামাদ শেখের ছেলে মো. রিপন শেখ (২৮)কে ৩০ পিস ইয়াবা সহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. মফিজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বালিয়াকন্দি থানায় দায়ের করে হস্তান্তর করা হয়েছে। তিনি আরও জানান মাদকবিরোধী অভিযান চলমান থাকবে।