
নিলয় মন্ডল, মধুখালি প্রতিনিধি
মধুখালিতে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় মৎস সংশ্লিষ্ট আইন বাস্তবায়নে অভিযান পরিচালনা করা হয়েছে।
৬ আগষ্ট বুধবার মধুখালিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আনুমানিক বিশ হাজার টাকার কারেন্ট জাল জব্দ করেন মধুখালি উপজেলায় সিনিয়র মৎস্য কর্মকর্তা।
জব্দ কৃত কারেন জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করে দেওয়া হয়।
উপস্থিত সিনিয়র উপজেলা মধুখালি মৎস্য কর্মকর্তা প্রবীএ কুমার দাস বলেন, দেশীয় মাছ রক্ষার্থে অভিযান ও মোবাইল কোর্ট চলমান থাকবে।