1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ১২:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ :
সালথায় যুবলীগের সাবেক সহসভাপতি শাহ্ আলম গ্রেপ্তার ১ নং সুকাশ ইউনিয়নে উন্নয়নের ছোঁয়া — প্যানেল চেয়ারম্যান সোহরাব হোসেনের নেতৃত্বে বদলে যাচ্ছে চিত্র সিরাজগঞ্জে সোনালী আক্তার মল্লিকার গণসংযোগ ও লিফলেট বিতরণ নাটোরের লালপুরে চরাঞ্চল ও স্থলভাগে পুলিশের বড় অভিযান: আগ্নেয়াস্ত্রসহ আটক ২০ বিএনপি’ই গণতন্ত্র ফিরিয়ে এনেছে : পুতুল শীতকালীন সবজি কেনাবেচায় ব্যস্ত সময় পার করছে ক্রেতা -বিক্রেতা রানীশৈংকলে গলায় ফাঁস দিয়ে নারীর আত্মহত্যা সালথায় আগুনে পুড়ে বসতবাড়ি ছাই: সহযোগিতার হাত বাড়ালেন যুবদল নেতা হাসান আশরাফ সালথায় অগ্নিকান্ডে কৃষকের ব্যপক ক্ষয়ক্ষতি সারিয়াকান্দিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

বাপদাদার স্মৃতি ধরে রাখতেই পিঁড়িতে বসে চুল দাড়ি কাটেন নরসুন্দরা

মোঃ সিরাজুল ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
  • প্রকাশিত: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ২৫ বার পড়া হয়েছে

 

সিরাজুল ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধি

এই দেশ আমাদের সবুজ শ্যামলা শস্যে ভরা। এই দেশে রয়েছে নানা পেশার মানুষজনদের বসবাস। এদের সবার রয়েছে আলাদা রকমের কাজ। কেউ করেন শিক্ষক, ডাক্তার, সাংবাদিক, উকিল আরো নানা পেশার মানুষ। এই যে তাদের সবার বেঁচে থাকার জন্য উৎস। এইটাই দিয়ে তারা সবাই তাদের পরিবারের সংসার চালান। এইভাবে করে দৈনন্দিনজীবনে তাদের যাত্রা। কিন্তু এর পাশাপাশি রয়েছে (নরসুন্দর) নামে একটি পেশার মানুষ এদের কে সবাই বলে নাপিতা বা ইংরেজিতে বারবার।

এদের পেশাটা সব পেশাদার মানুষ থেকে ছোট করে দেখে এই সমাজের লোকেরা। কিন্তু এই নাপিত পেশাদার লোকেরা তারা মানুষ চুল, দাড়ি, সেভ করে রোজগার করেন এই টাকা দিয়ে তারা তাদের সংসার চালান। এই পেশার কিছুটা পরিবর্তন এসেছে আমাদের বাংলাদেশে এখন আর কাঠের বা বাসের পিঁড়িতে বসে চুল দাড়ি কাটেন না। এখনকার যুগের লোকজন সবাই মডেল স্টাইলে চুল দাড়ি সেভ করেন ডিজিটাল হেয়ার কাটিং মেশিনের সাহায্যে।  তাই দিনে, দিনে, যারা কাঠ, বাসের তৈরি পিঁড়িতে বসে চুল দাড়ি সেভ করতেন তাদের তেমন আর দোকানে রোজগার কমে গেছে। যদিও তাদের কাছে চুল দাড়ি সেভ করতে চালান সীমিত লোকজন।

তাই নরসুন্দর নাপিত দোকানীরা বলেন, আমরা আমাদের বাপ দাদার পেশা যেটা চুল দাড়ি সেভ করা যাতে হারিয়ে না যায় তাই আমরা চুল দাড়ি সেভ করি পিঁড়িতে বসে। আমাদের সরকার বা প্রশাসনের কাছে একটায় দাবি আমাদের যদি চুল দাড়ি সেভ করার জন্য নিদিষ্ট জায়গায় যদি বসার জায়গা করে দেয় তাহলে আমাদের চুল দাড়ি সেভ করতে সমস্যা হবে না। বাকি নাপিতদের মতো আমাদের ব্যবসা ভালো চুলবে না হলে দিনে দিনে আমাদের বাপদাদার স্মৃতি চুল দাড়ি সেভ করা আমাদের ধ্বংস হয়ে যেতে পারে। এমন পিঁড়িতে বসে চুল দাড়ি সেভ করতে দেখা যায় দেশের বিভিন্ন প্রান্তে নরসুন্দর লোকেদের।

ঠাকুরগাঁও জেলার সীমান্তবর্তী হরিপুর যাদুরাণী বাজার, এবং রাণীশংকৈল উপজেলা নেকমরদ বাজারে এমন চুল দাড়ি সেভ করা পিঁড়িতে বসে দেখা গেছে। এই পিঁড়িতে বসে চুল দাড়ি কাটা প্রায় বিলুপ্তির পথে দ্রত যদি সরকার ব্যবস্থা না নেন তাহলে এই সমাজ থেকে হারিয়ে যেতে পারে পিঁড়িতে বসে চুল দাড়ি সেভ করা কাজ। স্বল্প আয়ের মানুষেরা যারা বেশি টাকায় চুল দাড়ি সেভ করতে পারে না তারা পড়তে পারে বিপদেরমুখে। এই ছোট পেশা নাপিত দোকানীদের জন্য আলাদা করে বসার জায়গা নিশ্চিত করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট