1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০৭:২০ অপরাহ্ন
সর্বশেষ :
সালথায় যুবলীগের সাবেক সহসভাপতি শাহ্ আলম গ্রেপ্তার ১ নং সুকাশ ইউনিয়নে উন্নয়নের ছোঁয়া — প্যানেল চেয়ারম্যান সোহরাব হোসেনের নেতৃত্বে বদলে যাচ্ছে চিত্র সিরাজগঞ্জে সোনালী আক্তার মল্লিকার গণসংযোগ ও লিফলেট বিতরণ নাটোরের লালপুরে চরাঞ্চল ও স্থলভাগে পুলিশের বড় অভিযান: আগ্নেয়াস্ত্রসহ আটক ২০ বিএনপি’ই গণতন্ত্র ফিরিয়ে এনেছে : পুতুল শীতকালীন সবজি কেনাবেচায় ব্যস্ত সময় পার করছে ক্রেতা -বিক্রেতা রানীশৈংকলে গলায় ফাঁস দিয়ে নারীর আত্মহত্যা সালথায় আগুনে পুড়ে বসতবাড়ি ছাই: সহযোগিতার হাত বাড়ালেন যুবদল নেতা হাসান আশরাফ সালথায় অগ্নিকান্ডে কৃষকের ব্যপক ক্ষয়ক্ষতি সারিয়াকান্দিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

নাটোরের লালপুরে চরাঞ্চল ও স্থলভাগে পুলিশের বড় অভিযান: আগ্নেয়াস্ত্রসহ আটক ২০

হাসান আলী সোহেল, নাটোর প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ৮ বার পড়া হয়েছে

 

হাসান আলী সোহেল, নাটোর প্রতিনিধি

রাজশাহী রেঞ্জের ডিআইজি ড. মোঃ শাহজাহান পিপিএম (বার)-এর নির্দেশনায় এবং নাটোর জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নেতৃত্বে লালপুর উপজেলার চরাঞ্চল, পদ্মা নদী ও স্থলভাগে গত রাতে একাধিক স্থানে ব্যাপক অভিযান পরিচালনা করা হয়।

এই অভিযানে জেলা পুলিশ, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও আমর্ড পুলিশ ব্যাটালিয়নের প্রায় ৪০০ সদস্য অংশগ্রহণ করেন। অভিযানটি পরিচালিত হয় অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক ব্যবসায়ী, হ্যাকার ও প্রতারক চক্রকে আটক এবং বিভিন্ন ওয়ারেন্ট তামিলের লক্ষ্যে।

অভিযানে দেশীয় তৈরি একটি ওয়ান শুটার গান, একটি রিভলবার, ছয়টি বড় ডেগার, ২২টি হাসুয়া, চারটি চাকু-ছোরা, দুইটি চাপাতি, একটি দা, একটি লোহার পাইপ, একটি টিউবওয়েল ও একটি চকি উদ্ধার করা হয়।

নদী ও স্থলভাগ উভয় স্থানে পরিচালিত অভিযানে চারজন হ্যাকার, ছয়জন ওয়ারেন্টভুক্ত আসামি, একজন সাজাপ্রাপ্ত আসামি, একজন হত্যা মামলার আসামি এবং দুইজন মাদক ব্যবসায়ীসহ মোট ২০ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

স্থলভাগে পুলিশের ১০টি টিম এবং পদ্মা নদীতে ১৪টি নৌকা ও ট্রলারে করে অভিযান পরিচালনা করা হয়। পদ্মা নদীতে পরিচালিত অভিযানে র‌্যাব ও পুলিশ যৌথভাবে চর জাজিরা, চর লালপুর এবং চর দিয়ার বাহাদুরপুর এলাকায় অভিযান চালায়।

চর দিয়ার বাহাদুরপুরের একটি বালু মহলের ছাউনি/অফিস থেকে দুটি আগ্নেয়াস্ত্র, বেশ কয়েকটি ডেগার, অনেকগুলো হাসুয়া, একটি টিউবওয়েল এবং বিপুল পরিমাণ বালু বিক্রির রশিদ উদ্ধার করা হয়।

এই বৃহৎ অভিযানে অংশগ্রহণ করেন র‌্যাবের কোম্পানি কমান্ডার মোহাম্মদ হাফিজ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদা শারমিন নেলি, অতিরিক্ত পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল) শোভন, সহকারী পুলিশ সুপার (সিংড়া সার্কেল) নূর মোহাম্মদ, সিংড়া ও লালপুর থানার অফিসার ইনচার্জসহ র‌্যাব ও আমর্ড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা।

নাটোর জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, লালপুর উপজেলার বিশেষ করে চরাঞ্চল ও পদ্মা নদীতে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট