
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ -১ আসনে ট্রাক মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ গনঅধিকার পরিশোধ সিরাজগঞ্জ জেলা শাখার যুগ্ম সদস্য সচিব সোনালী আক্তার মল্লিকা নেতা কর্মীদের সাথে নিয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন।
শনিবার( ০৮ নবেম্বর ) সকাল থেকে রাত ১০ টা পযন্ত কাজিপুর উপজেলার নাটুয়ারপাড়া হাট,পানা গাড়ি হাট,চর গিরিশ, নিচিন্তপুর,সিংড়াবাড়ি,পাটগ্রাম, বাঐখোলা সহ বিভিন্ন জায়গায় এ গণসংযোগ ও জনগণের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
সিরাজগঞ্জ -১ আসন ট্রাক প্রতীক
মনোনয়ন প্রত্যাশী গনঅধিকার পরিশোধের জেলা কমিটির যুগ্ম সদস্য সচিব সোনালী আক্তার মল্লিকা
গণসংযোগ ও লিফলেট বিতরণ করে।
লিফলেট বিতরণের সময় সাধারণ মানুষের মাঝে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে প্রস্তুতি গ্রহণের জন্য গনঅধিকার পরিশোধ হাইকমান্ডের গ্রীন সিগনাল পেয়েছেন তিনি।
এ বিষয়ে সোনালী আক্তার মল্লিকার সাথে কথা হলে তিনি বলেন,আমি দীর্ঘ দিন ধরে গনঅধিকার পরিশোধের সাথে জড়িত।
। বিগত দিবে ভিপি নুরুল হক নুর ভাই এর সাথে
যুগপৎ আন্দোলনে সব সময় রাজপথে থেকে লড়াই সংগ্রাম করেছি। তিনি আরও বলেন, আমি আশা করি
গনঅধিকার পরিশোধের সভাপতি নরুল হক নুর ভাই সিরাজগঞ্জ – ১ আসন থেকে আমাকে নমিনেশন দিবেন। আমাকে নমিনেশন দেওয়া হলে আমি বিজয়ী হয়ে এই এলাকার মানুষের কল্যাণে কাজ করে যাবো। তিনি সকলের নিকট দোয়া কামনা করেন।