
মনির হোসেন পিন্টু,চরভদ্রাসন (ফরিদপুর)প্রতিনিধি:
ফরিদপুরের চরভদ্রাসনে স্পিডবোট দুর্ঘটনায় ১ যাত্রী নিহত হয়েছে। এসময় গুরুতর আহত অবস্থায় ১ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫ টার দিকে পদ্মা নদীর গোপালপুর-মৈনটঘাটের পতিমধ্যে এই দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম দুর্গা রানী (৫০)। সে উপজেলার গাজিরটেক ইউনিয়নের জয়দেব সরকারের ডাঙ্গী গ্রামের বিমলের স্ত্রী।
এদিকে দুর্ঘটনার সময় স্পিডবোটে থাকা পাশ্ববর্তী সদরপুর উপজেলার চরচাঁদপুর এলাকার কাজী ফরহাদ(৪৫) নামে এক যাত্রী জানান, স্পিডবোর্টটি বিকাল আনুমানিক সাড়েঁ ৫ টার দিকে গোপালপুর ঘাট থেকে ১৮ জন যাত্রী নিয়ে ওপারের দোহার উপজেলার মৈনটঘটের উদ্দেশ্য ছেড়ে যায়।
বোর্টটিতে কয়েকজন মহিলা এবং ৩ জন ছোট ছোট বাচ্চাও ছিল। পতিমধ্যে প্রবল ঢেউয়ের কবলে পরলে পানির ভারে স্পিডবোটি মাঝ পদ্মায় ডুবে যায়।
এসময় বোর্টের তলে আটকে পরে এক মহিলার মৃত্যু ঘটে এবং বেশ কয়েকজন আহত হয়। আহতের ঘটনাস্থল থেকে উদ্ধার করে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
এছারা বাকি গুরুতর আহত এক যাত্রীকে উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
চরভদ্রাসন ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মুর্তজা বিন মোরশেধ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।