মনির হোসেন পিন্টু, চরভদ্রাসন থেকে:
দেশের প্রাচীনতম সাংবাদিক সংগঠন জাতীয় সাংবাদিক সংস্থার (রেজি: নং – ৯৫০৪৭) কেন্দ্রীয় নির্বাহী পরিষদ এর সহকারী মহাসচিব পদে নির্বাচিত হয়েছেন চ্যানেল এস টেলিভিশন এর ফরিদপুর জেলা প্রতিনিধি শেখ ফয়েজ আহমেদ।
জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদ এর পক্ষে গত ১৮/০৯/২০২৫ইং তারিখে সংস্থার সভাপতি আছিয়া আক্তার ও মহাসচিব মো: আলমগীর গনি স্বাক্ষরিত অফিসিয়াল চিঠিতে উক্ত সিদ্ধান্ত জানানো হয়।
এব্যাপারে সংস্থার নতুন দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সহকারী মহাসচিব শেখ ফয়েজ আহমেদ এ প্রতিবেদককে বলেন, জাতীয় পর্যায়ের প্রবীণ সাংবাদিক প্রয়াত মুহম্মদ আলতাফ হোসেন কর্তৃক ১৯৮২ সালে প্রতিষ্ঠিত হয়ে আজ সারাদেশ ও বিদেশে সংস্থার কার্যক্রম বিস্তৃত হয়েছে।
আগামীতে সাংবাদিক সমাজের অধিকার প্রতিষ্ঠা ও সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি রক্ষায় কাজ করতে চেষ্টা করবো ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, আমাকে সংস্থাটির নতুন দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সহকারী মহাসচিব নির্বাচিত করায় সংস্থার সভাপতি আছিয়া আক্তার ও মহাসচিব মো: আলমগীর গনি’র প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।