জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ী:
ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে রাজবাড়ীতে বিজয় র্যালি ও সমাবেশ করেছে রাজবাড়ী সদর উপজেলা, পৌর ও গোয়ালন্দ উপজেলা ও পৌর বিএনপি। এ আয়োজনে গোয়ালন্দ মোড়ে হাজারো মানুষের ঢল নামে।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল থেকে গোয়ালন্দ মোড় শহীদ আব্দুল গণি চত্বরে জনস্রোত দেখা যায়। মুহূর্তেই গোয়ালন্দ মোড় ও মহাসড়কের আশপাশ কানায় কানায় পূর্ণ হয়ে যায় বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে। সেখান থেকে একটি বিশাল বিজয় র্যালি বের হয়ে শহীদ আব্দুল গণি চত্বরের চারপাশ প্রদক্ষিণ করে ঢাকা-খুলনা মহাসড়ক হয়ে বিএনপির আঞ্চলিক কার্যালয়ে গিয়ে শেষ হয়।
র্যালি পূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক এ্যাড. মো. লিয়াকত আলী। ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও লন্ডন বিএনপির সভাপতি এম এ মালিক।
র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সহ সভাপতি ও রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাড. মো. আসলাম মিয়া। এ-সময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির আহবায়ক মো. আবুল হোসেন গাজী, রাজবাড়ী পৌর বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন মিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. মালেক খান, ছাত্র আন্দোলনে নিহত শহীদ গণির স্ত্রী লাকি আক্তার, রাজবাড়ী জেলা ছাত্র দলের আহবায়ক আরিফুল ইসলাম রোমান, গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি মো. নিজাম উদ্দিন শেখ, সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, সিনিয়র সহ সভাপতি মো. আইয়ুব আলী খান, সাংগঠনিক সম্পাদক মো. আমজাদ হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান মোল্লা, উপজেলা যুবদলের সদস্য সচিব সানোয়ার আহমেদ, পৌর যুবদলের সদস্য সচিব কামরুজ্জামান কামরুল সহ রাজবাড়ী জেলা ও উপজেলার বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
এ-সময় উপস্থিত নেতাকর্মীরা বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়ার রহমান, চেয়ারপার্সন খালেদা জিয়া সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় কৃষক দলের সহ সভাপতি এ্যাড. আসলাম মিয়ার প্লেকার্ড হাতে নিয়ে ‘এ্যাড. মো. আসলাম মিয়াকে রাজবাড়ী-১ আসনের এমপি হিসাবে দেখতে চাই’ ‘দুর্দিনে যাকে কাছে পাই, সে আমাদের আসলাম ভাই’ ‘আসলাম ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ এমনই বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে বিজয় র্যালিটি। সমাবেশ ও র্যালির শুরুতেই জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া করা হয়।
র্যালিতে এ্যাড. মো. আসলাম মিয়া তার বক্তব্যে বলেন,
গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটেছে। শেখ হাসিনার একনায়কতান্ত্রিক সরকার ক্ষমতা হারিয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছে এটাই ইতিহাস। আজ আমরা সেই ঐতিহাসিক মুহূর্তের এক বছর পূর্তি উদযাপন করছি।
এই বিজয় জনগণের বিজয়, শহীদের বিজয়, তরুণদের বিজয়, দেশের আপামর জনগণের বিজয়। আমরা যারা রাজপথে ছিলাম, যারা গুলি খেয়েছি, যাদের নেতাকর্মীরা শহীদ হয়েছেন তাদের ত্যাগ বৃথা যায়নি। এখন সময় এসেছে, এই বিজয়কে স্থায়ী রূপ দেওয়ার। আমরা চাই একটি সত্যিকার গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা, যেখানে জনগণের ভোটেই সরকার গঠিত হবে, যেখানে বাক-স্বাধীনতা, আইনের শাসন এবং মানবাধিকারের নিশ্চয়তা থাকবে। আসুন, সবাই মিলে এই অর্জনকে রক্ষা করি, দেশকে এগিয়ে নেই গণতন্ত্রের পথে। শহীদ গণি সহ সকল শহীদের রক্ত যেন নিষ্ফল না যায় এই হোক আমাদের অঙ্গীকার।