
সিরাজুল ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় কাঁঠাল ডাংগী বাজার ঈদগাহ মাঠ সংলগ্ন দিশারি কিন্ডারগার্টেন স্কুলটি ২০১৭সালে স্থাপিত হয়। শিক্ষা অঙ্গনে ও ক্রীড়া আনন্দ বিনোদন সহ পাঠ্য কর্মসূচিতে একধাপ এগিয়ে। তাই প্রতি বছরের ন্যায় এ বছর ও মহান বিজয় দিবস উপলক্ষে কোমলমতি শিক্ষার্থীদের খেলাধুলার আয়োজন করেন অত্র প্রতিষ্ঠানের পরিচালক রিজভী আহমেদ রিশান।
খেলা ধুলা শেষে খেলায় বিজয়ী ১৯জন শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সভাপতি মোছা:রিনা আক্তার, প্রধান শিক্ষক মো:মসলিম উদ্দিন সহকারী প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, সহকারী শিক্ষিকা, আফসানা পারভীন, রুকসানা পারভীন, মোহাম্মদ আলী, সহ গন্যমান্য ব্যাক্তি বর্গ সহ অত্র প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীরা।এসময় সভাপতি মোঃরিনা পারভীন জানান দিশারি কিন্ডারগার্টেন স্কুলটি সফলতার সাথে নিরলস ভাবে শিক্ষার্থীদের পাঠদান করে যাচ্ছে, পরীক্ষা ফলাফল সুন্দর হওয়ায় দৃঢ় প্রতিয়মান হয়ে আরো কোমলমতি শিশুদের পাঠদান করবে বলে আমি আশা রাখি।
পরিশেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মাহফিলের আয়োজন করা হয়।