জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ী:
দেশের বৃহত্তম যৌনপল্লী রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দঘাট থানা পুলিশ।
শুক্রবার (১৮ জুলাই) দিবাগত রাত ১টার দিকে গোয়ালন্দঘাট থানার এসআই মো. মাহাবুল করিম সঙ্গীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করে দৌলতদিয়া পূর্বপাড়া পতিতাপল্লীর নাজমার গলির হক মন্ডলের বাড়ির ভাড়া করা একটি কক্ষ থেকে ওই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত নারী মাদক ব্যবসায়ী হলেন, ফরিদপুর জেলার মধুখালী থানার নওয়াপাড়া ইউনিয়নের মেছরদিয়া এলাকার মৃত রুস্তম শেখের মেয়ে ঝর্ণা বেগম (৩০)। তিনি বর্তমানে দৌলতদিয়া পূর্বপাড়ার পতিতাপল্লীর নাজমার গলির হক মন্ডলের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
শনিবার (১৯ জুলাই) দুপুরে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে গোয়ালন্দঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে দুপুরে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, ‘মাদক নির্মূলে গোয়ালন্দঘাট থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।’