
সৈয়দ মোহাম্মদ ইমরান হাসান, জেলা প্রতিনিধি নরসিংদী
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নরসিংদী জেলা শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগষ্ট) সংগঠনের কেন্দ্রীয় সভাপতি অপর্ণা রায় দাস ও সাধারণ সম্পাদক সমীর কুমার বসু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত জেলা শাখার ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন দীপক কুমার বর্মন প্রিন্স ও সদস্য সচিব হিসেবে রয়েছেন মিঠু রঞ্জন ধর।
নবগঠিত কমিটির আহ্বায়ক সদস্যরা হলেন— সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজল সাহা; যুগ্ম আহ্বায়ক অশিষ রতন চক্রবর্তী, সাগর সাহা, সঞ্জয় সূত্রধর, মলয় সাহা, কৃষ্ণকান্ত সাহা, ননী দাস, স্বপন সাহা, রতন কর্মকার, বিপ্লব দত্ত, চন্দন সাহা, এড. তুষার মিত্র ও শিপলু সাহা।
সদস্যরা হলেন— সুবুল সাহা, বাপ্পি সাহা, সুবল সাহা, পীযুষ পাল, খোকন চন্দ্র সাহা, লিটন দাস, পরিমল রায়, মান্না দাস চৌধুরী উজ্জল, তাপস পাল, রিপন দাস, সনদ দাস, সজল চক্রবর্তী, দীপক দত্ত, সবুজ নন্দী, দেবেশ সাহা ও শ্যামল সাহা।
নবগঠিত কমিটির আহ্বায়ক দীপক কুমার বর্মন প্রিন্স বলেন, “হিন্দু সম্প্রদায়ের সকল ইস্যুতে পূজা উদযাপন ফ্রন্ট কাজ করবে। আমরা সহমর্মিতা ও সহযোগিতার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে চাই। পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে আমাদের সংগঠনের কার্যক্রম পরিচালনা করবো।”
এদিকে নবগঠিত কমিটিকে জেলার নানা শ্রেণী-পেশার মানুষ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।